| বুধবার, ২৫ জানুয়ারি ২০২৩ | প্রিন্ট | 18 বার পঠিত
আগামীকাল বৃহস্পতিবার সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব বিদ্যাদেবী সরস্বতীপূজা। হিন্দু সম্প্রদায়ের বিশ্বাস ও শাস্ত্র মতে, এ দিনটিতে দেবী সরস্বতী জন্মগ্রহণ করেছিলেন। দিনটিকে বলা হয় ‘বসনমশ পঞ্চমী’। সরস্বতী জ্ঞান ও বিদ্যার দেবী। এ জন্য ভক্তবৃন্দ, বিশেষ করে শিক্ষার্থীরা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও মন্দিরগুলোতে সরস্বতীপূজার আয়োজন করে।
বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে, ঐশ্বর্যদায়িনী, বুদ্ধিদায়িনী, জ্ঞানদায়িনী, সিদ্ধিদায়িনী, মোক্ষদায়িনী এবং শক্তির আধার হিসেবে সনাতন ধর্মাবলম্বীরা সরস্বতী দেবীর আরাধনা করেন। প্রতিবছর মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে শ্বেতশুভ্র কল্যাণময়ী বিদ্যাদেবীর বন্দনা করা হয়। আজ বুধবার দুপুর ১২টা ৪ মিনিটে শুক্লপক্ষের পঞ্চমী তিথি শুরু হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টা ৫৮ মিনিটে তিথি শেষ হবে। ইতোমধ্যে পূজার আয়োজন সম্পন্ন হয়েছে।
জানা গেছে, রাজধানীর রামকৃষ্ণ মিশন, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে দেশের বিভিন্ন মন্দির, মণ্ডপসহ সকল স্থানে আজ সকালেই পূজার আয়োজন হবে। বিকেল সাড়ে ৫টা হতে সাড়ে ৭টা পর্যন্ত আরতি ও অন্যান্য অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
Posted ২:৫৯ পিএম | বুধবার, ২৫ জানুয়ারি ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।