| শনিবার, ১১ নভেম্বর ২০২৩ | প্রিন্ট | 41 বার পঠিত
উত্তরপশ্চিম ইউরোপের দেশ আইসল্যান্ডে গত ২৪ ঘণ্টায় ১০০০ বার ভূমিকম্প হয়েছে। প্রাকৃতিক এ বিপর্যয়ের কারণে বিশ্বখ্যাত ব্লু লেগুন জিওথার্মাল পুলটি এক সপ্তাহের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে।
এরপর গতকাল শুক্রবার জরুরি অবস্থা জারি করেছে দেশটির সরকার।
দেশটির দক্ষিণ–পশ্চিমাঞ্চলে রেকজানেস উপত্যকায় একাধিক ভূমিকম্প অনুভূত হয়। আশঙ্কা করা হচ্ছে, এ রকম ভূমিকম্পের পর অগ্ন্যুৎপাত হতে পারে।
আইসল্যান্ডের আবহাওয়া অফিস জানিয়েছে, গত ৯ নভেম্বর (বৃহস্পতিবার) মধ্যাহ্ন পর্যন্ত ২৪ ঘণ্টায় প্রায় ১৪০০ বার কেঁপে ওঠে অঞ্চলটি। শুক্রবারের প্রথম ১৪ ঘণ্টায় আরও ৮০০ বার এটি ঘটে। রিখটার স্কেলে বৃহস্পতিবারের কম্পনগুলোর মধ্যে সাতটি ছিল ৪ বা তার বেশি মাত্রার। সবগুলোরই উৎপত্তিস্থল ছিল এয়ারপোর্টের কাছে এলডভোর্প এবং ব্লু লেগুনের ঠিক পূর্বে অবস্থিত সিলিংগারফেলে পর্বতে।
এমন পরিস্থিতিতে পর্যটকদের সতর্ক করে দিয়েছে আবহাওয়া অফিস। শুক্রবারের বুলেটিনে তারা বলছে, মাটির নিচে ম্যাগমা জমা অব্যাহত থাকায় ৫.৫ মাত্রার বড় ধরনের ভূমিকম্প হওয়ার সম্ভাবনা রয়েছে। অগ্ন্যুৎপাতের ঝুঁকি এড়াতে গোটা রেকজেনেস উপদ্বীপকে হলুদ কোড করা হয়েছে।
স্থানীয় পর্যটন বোর্ড রেইকজানেসের ম্যানেজার উরিদুর আরাদোত্তির ব্রাউন সিএনএনকে বলেন, কোথায়, কখন বা কখন আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত হতে পারে বা এই ধরনের অগ্ন্যুৎপাতের সম্ভাব্য আকার কেমন হতে পারে তা সঠিকভাবে অনুমান করার কোনো উপায় নেই।
তিনি জানান, আইসল্যান্ডে সর্বশেষ অগ্ন্যুৎপাতটি হয়েছিল চলতি বছরের ১০ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত। সে সময় পর্যটকসহ স্থানীয়দের উত্তপ্ত লাভার ওপর হাঁটতে মানা করা হয়েছিল।
আইএমও বলেছে, সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পটি হয়েছে গ্রিন্ডাভিক এলাকা থেকে ৫.২ কিলোমিটার উত্তরে। ভূমিকম্পে গ্রিন্ডাভিক এলাকার উত্তর-দক্ষিণ অভিমুখী ক্ষতিগ্রস্ত রাস্তাটি পুলিশ বন্ধ করে দিয়েছে।
Posted ১২:২৯ পিএম | শনিবার, ১১ নভেম্বর ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।