| রবিবার, ০১ অক্টোবর ২০২৩ | প্রিন্ট | 43 বার পঠিত
তুরস্কের রাজধানী আঙ্কারায় আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে নিরাপত্তা বাহিনীর অন্তত দুই সদস্য আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি।
তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়ারলিকায়া এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এটা একটা আত্মঘাতী বোমা হামলা। এতে দুইজন জড়িত। একজন নিজেই নিহত হয়েছে। অন্যজনকে নিরাপত্তা বাহিনীর সদস্যরা গুলি করে হত্যা করেছে।
রবিবার (১ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে আঙ্কারায় তুরস্কের পার্লামেন্টের পাশে এই বোমা হামলার ঘটনা ঘটেছে।
হামলার পরপরই ওই এলাকার নিরাপত্তা বাড়ানো হয়েছে। পার্লামেন্টে আজ ২টার সময় প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান আসার কথা।
হামলার সঙ্গে কারা জড়িত তা এখনই ধারণা করা যাচ্ছে না। তবে তুরস্কে বর্তমানে ইসলামিক স্টেটের (আইএসআইয়ের) বিরুদ্ধে অভিযান চলছে।
Posted ১:০৫ পিএম | রবিবার, ০১ অক্টোবর ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।