| রবিবার, ২৭ অগাস্ট ২০২৩ | প্রিন্ট | 41 বার পঠিত
যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে মাঝ আকাশে দুটি প্রশিক্ষণ বিমানের মধ্যে সংঘর্ষ ঘটেছে। ইউক্রেনের উত্তরাঞ্চলের আকাশে এল-৩৯ মডেলের ওই বিমানদুটির সংঘর্ষে বিখ্যাত ফাইটার পাইলট আন্দ্রি পিলশচিকভ ছাড়াও আরও দুইজন পাইলট নিহত হয়েছেন।
রাজধানী কিয়েভ থেকে ১০০ কিলোমিটার পশ্চিমে জাইটোমির ওব্লাস্টে স্থানীয় সময় শুক্রবার ওই বিমান দুটির মাঝে সংঘর্ষ ঘটে।
নিহত তিন পাইলটের মধ্যে আন্দ্রি পিলশচিকভ ইউক্রেনে রুশ হামলার প্রথম দিকে কিয়েভের উপর ডগফাইটে অংশ নিয়ে ব্যাপক খ্যাতি অর্জন করেছিলেন।
ইতোমধ্যেই ইউক্রেনের বিমান বাহিনী এক বিবৃতিতে শনিবার তিন পাইলটের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। সেই সঙ্গে এই দুর্ঘটনাকে ‘বেদনাদায়ক ও অপূরণীয় ক্ষতি’ বলে অভিহিত করেছে তারা। পাশাপাশি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।
এদিকে, রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কিও দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। শনিবার রাতে এক ভিডিওবার্তায় পাইলটদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তিনি বলেছেন, ‘যারা ইউক্রেনের মুক্ত আকাশ রক্ষা করেছে, তাদের আমরা কখনই ভুলব না।’
Posted ১০:০৬ এএম | রবিবার, ২৭ অগাস্ট ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।