মঙ্গলবার ২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

৬৬তম গ্র্যামি অ্যাওয়ার্ডস: নারী শিল্পীদের জয়জয়কার

বিনোদন ডেস্ক   |   মঙ্গলবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   15 বার পঠিত

৬৬তম গ্র্যামি অ্যাওয়ার্ডস: নারী শিল্পীদের জয়জয়কার

সংগীতের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার বিবেচনা করা হয় গ্র্যামিকে। যা প্রতি বছর দিয়ে থাকেমার্কিন প্রতিষ্ঠান দ্য রেকর্ডিং একাডেমি।যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রোববার [৪ ফেব্রুয়ারি, বাংলাদেশ সময় সোমবার সকাল ৭টা]লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হলো ৬৬তম গ্র্যামি অ্যাওয়ার্ডস।

এবারের আসরে সব আলো কেড়ে নিলেন আমেরিকান সুপারস্টার টেইলর সুইফট। আসরের বর্ষসেরা অ্যালবাম হিসেবে স্বীকৃতি পেয়েছে তাঁর‘মিডনাইটস’। গ্র্যামির ৬৬ বছরের ইতিহাসে প্রথম সংগীতশিল্পী হিসেবে চারবার বর্ষসেরা অ্যালবাম পুরস্কার জিতে ইতিহাস গড়লেন টেইলর।

এর আগে তিনবার করে এ বিভাগে সেরা হয়েছেনফ্রাঙ্ক সিনাত্রা, পল সায়মন ও স্টিভি ওয়ান্ডার। ‘টাইটানিক’ গায়িকা সেলিন ডিওনের হাত থেকে বর্ষসেরা অ্যালবাম পুরস্কার গ্রহণ করেন টেইলর সুইফট। সেরা পপ ভোকাল অ্যালবাম স্বীকৃতিও পেয়েছে তাঁর ‘মিডনাইটস’। অনুষ্ঠানে তিনি নিজের ১১তম একক অ্যালবামের খবর জানিয়েছেন।এর নাম রাখা হয়েছে ‘দ্য টরচার্ড পয়েটস ডিপার্টমেন্ট’। এটি বাজারে আসবে আগামী ১৯ এপ্রিল। এ নিয়ে টেইলর সুইফট ত্রয়োদশবারের মতো এপুরস্কার পেলেন।

এবারের বিজয়ী তালিকায় নারীদের আধিপত্য চোখে পড়ার মতো। আরঅ্যান্ডবি তারকা সিজা ও ভিক্টোরিয়া মোনে এবং মেয়েদের ব্যান্ড বয়জিনিয়াস একাধিক পুরস্কার বাগিয়ে নিয়েছে। পুরুষদের মধ্যে আমেরিকান র্যা পার কিলার মাইক তিনটি বিভাগে সেরা হয়েছেন।

এবারের আসরে সর্বোচ্চ ৯টি মনোনয়ন পেয়েছিলেন এসজেডএ বা সোলানা ইমানি রোয়ি। ৩৪ বছর বয়সী এ গায়িকা পেয়েছেন তিনটি গ্র্যামি। বিলি আইলিশ ‘বার্বি’ সিনেমার ‘হোয়াট ওয়াজ আই মেড ফর?’ গানের জন্য ‘সং অব দ্য ইয়ার’ খেতাব জিতেছেন। মিলি সাইরাস প্রথমবারের মতো এই খেতাব জয় করলেন।বেস্ট পপ সোলো পারফরম্যান্স, রেকর্ড অব দ্য ইয়ার, সং অব দ্য ইয়ার– সবই পেয়েছেন বিলি আইলিশ। তিনি পুরস্কার পেয়েছেন ‘হোয়াট ওয়াজ আই মেড ফর?’গানটির জন্য।এবারে ‘অ্যালবাম অব দ্য ইয়ার’ এবং ‘বেস্ট পপ ভোকাল’ অ্যালবামের পুরস্কার জিতেছেন টেইলর সুইফট। তিনি ‘মিডনাইট’ অ্যালবামের জন্য এদুটি গ্র্যামি জিতেছেন। সেরা সোলো পারফরম্যান্সের জন্য পুরস্কার পেয়েছেন মিলি সাইরাস।

থেরন থমাস এবার ‘নন-ক্লাসিক্যাল সংরাইটার অন দ্য অ্যাওয়ার্ড’ পেয়েছেন এবং ‘নন-ক্ল্যাসিক্যাল প্রডিউসার অব দ্য অ্যাওয়ার্ড’ পেয়েছেন জ্যাক অ্যাটনফ। সেরা ইলেকট্রিক্যাল রেকর্ডিংয়ের জন্য পুরস্কার পেয়েছে রাম্বল।সেরা আরঅ্যান্ডবি অ্যালবাম পেয়েছে ‘জাগুয়ার ২’। সেরা প্রগ্রেসিভ আরঅ্যান্ডবি অ্যালবাম পেয়েছে ‘এসওএস’। সেরা ট্র্যাডিশনাল আরঅ্যান্ডবি পারফরম্যান্সের জন্য পুরস্কার পেয়েছে ‘গুড মর্নিং’। সেরা অলটারনেটিভ মিউজিক অ্যালবামের খেতাব জিতেছে ‘দ্য রেকর্ড’।

গ্র্যামির এবারের আসরে অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন খ্যাতনামা কমেডিয়ান ট্রেভর নোয়া। চতুর্থবারের মতো গ্র্যামির মঞ্চে সঞ্চালকের ভূমিকায় দেখা যায় তাঁকে। তারকাবহুল এ অনুষ্ঠানে পারফর্ম করেন ডুয়া লিপা, বিলি এলিশ ও অপরাহ উইনফ্রের মতো জনপ্রিয় সংগীতশিল্পীরা।

বিজয়ীদের তালিকা:
বর্ষসেরা অ্যালবাম
মিডনাইটস (টেইলর সুইফট)
বর্ষসেরা রেকর্ড
ফ্লাওয়ার্স (মাইলি সাইরাস)
বর্ষসেরা গান
হোয়াট ওয়াজ আই মেড ফর? (বিলি আইলিশ)
সেরা নতুন শিল্পী
ভিক্টোরিয়া মোনে
সেরা পপ একক পারফরম্যান্স
ফ্লাওয়ার্স (মাইলি সাইরাস)
সেরা পপ দ্বৈত/দলীয় পারফরম্যান্স
গোস্ট ইন দ্য মেশিন (সিজা ফিচারিং ফিবি ব্রিজার্স)
সেরা পপ ভোকাল অ্যালবাম
মিডনাইটস (টেইলর সুইফট)
সেরা আরঅ্যান্ডবি গান
স্নুজ (সিজা)
সেরা আরঅ্যান্ডবি পারফরম্যান্স
আইসিইউ (কোকো জোন্স)
সেরা আরঅ্যান্ডবি অ্যালবাম
জাগুয়ার টু (ভিক্টোরিয়া মোনে)
সেরা র‌্যাপ গান
সায়েন্টিস্টস অ্যান্ড ইঞ্জিনিয়ার্স (কিলার মাইক ফিচারিং আন্ড্রে থ্রি থাউজেন্ড, ফিউচার, এরিন অ্যালেন কেন)
সেরা র্যা প পারফরম্যান্স
সায়েন্টিস্টস অ্যান্ড ইঞ্জিনিয়ার্স (কিলার মাইক ফিচারিং আন্ড্রে থ্রি থাউজেন্ড, ফিউচার, এরিন অ্যালেন কেন)
সেরা মেলোডিক র্যা প পারফরম্যান্স
অল মাই লাইফ (লিল ডার্ক ফিচারিং জে কোল)
সেরা র‌্যাপ অ্যালবাম
মাইকেল (কিলার মাইক)
সেরা ড্যান্স/ইলেকট্রনিক রেকর্ডিং
রাম্বল (স্ক্রিলেক্স, ফ্রেড অ্যাগেইন ও ফ্লোড্যান)
সেরা ড্যান্স/ইলেকট্রনিক অ্যালবাম
অ্যাকচুয়াল লাইফ ৩ (জানুয়ারি ১ – সেপ্টেম্বর ৯, ২০২২) (ফ্রেড অ্যাগেইন)
সেরা পপ ড্যান্স রেকর্ডিং
পাডাম পাডাম (কাইলি মিনোগ)
সেরা রক পারফরম্যান্স
নট স্ট্রং এনাফ (বয়জিনিয়াস)
সেরা রক গান
নট স্ট্রং এনাফ (বয়জিনিয়াস)
সেরা রক অ্যালবাম
দিস ইজ হোয়াই (প্যারামোর)
সেরা অল্টারনেটিভ অ্যালবাম
দ্য রেকর্ড (বয়জিনিয়াস)
সেরা অল্টারনেটিভ পারফরম্যান্স
দিস ইজ হোয়াই (প্যারামোর)
সেরা মিউজিকা আরবানা অ্যালবাম
মানিয়ানা চেরা বনিতো (ক্যারল জি)
সেরা আফ্রিকান মিউজিক পারফরম্যান্স
ওয়াটার (টাইলা)
সেরা ফোক অ্যালবাম
জনি মিচেল অ্যাট নিউপোর্ট (জনি মিচেল)
সেরা কান্ট্রি অ্যালবাম
বেল বটম কান্ট্রি (লেইনি উইলসন)
সেরা কান্ট্রি একক পারফরম্যান্স
হোয়াইট হর্স (ক্রিস স্ট্যাপলটন)
সেরা কান্ট্রি গান
হোয়াইট হর্স (ক্রিস স্ট্যাপলটন)
সেরা আমেরিকানা পারফরম্যান্স
ডিয়ার ইনসিকিউরিটি (ব্র্যান্ডি ক্লার্ক ফিচারিং ব্র্যান্ডি কার্লাইল)
সেরা আমেরিকানা অ্যালবাম
ওয়েদারভেন্স (জেসন ইসবেল ও দ্য ফোর হান্ড্রেড ইউনিট)
সেরা ট্র্যাডিশনাল পপ ভোকাল অ্যালবাম
বিউইচড (লুফি)
বর্ষসেরা সংগীত প্রযোজক, নন-ক্লাসিক্যাল
জ্যাক অ্যান্টোনফ
বর্ষসেরা গীতিকবি ও সুরকার, নন-ক্লাসিক্যাল
থেরন থমাস
সেরা মিউজিক ভিডিও
আই’ম অনলি স্লিপিং (দ্য বিটলস)
সেরা গীতিকবি ও সুরকার (ভিজ্যুয়াল মিডিয়া)
হোয়াট ওয়াজ আই মেড ফর? (সিনেমা: বার্বি, বিলি আইলিশ ও ফিনিয়াস ও’কনেল)
সেরা গানের সংকলন (ভিজ্যুয়াল মিডিয়া)
বার্বি দ্য অ্যালবাম
সেরা আবহ সংগীতের অ্যালবাম (ভিজ্যুয়াল মিডিয়া)
ওপেনহেইমার (লুদবিগ গোরানসন)
সেরা অডিও বুক, ন্যারেশন ও স্টোরিটেলিং রেকর্ডিং
দ্য লাইট উই ক্যারি: ওভারকামিং ইন আনসার্টেইন টাইমস (মিশেল ওবামা)
সেরা আবহ সংগীত (ভিডিও গেম অথবা অন্যান্য ইন্টারঅ্যাক্টিভ মিডিয়া)
স্টার ওয়ারস জেডাই: সারভাইভর (সুরকার স্টিফেন বার্টন ও গোর্ডি হাব)
ড. ড্রে গ্লোবাল ইম্প্যাক্ট অ্যাওয়ার্ড
জে-জি
* এছাড়া আরও ৫৪টি শাখায় পুরস্কার দেওয়া হয়েছে।

Facebook Comments Box

Posted ১২:৩৪ পিএম | মঙ্গলবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৪

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।