শনিবার ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

হিজাবের পর বোরকাও নিষিদ্ধ হচ্ছে ফ্রান্সের সরকারি স্কুলে

  |   সোমবার, ২৮ অগাস্ট ২০২৩   |   প্রিন্ট   |   7 বার পঠিত

হিজাবের পর বোরকাও নিষিদ্ধ হচ্ছে ফ্রান্সের সরকারি স্কুলে

ফ্রান্সের সরকারি স্কুলগুলোতে মেয়েদের বোরকা বা আবায়া পরা নিয়ে একটি নিষেধাজ্ঞা আসতে চলেছে। আগামী ৪ সেপ্টেম্বর ফ্রান্সের স্কুলে শুরু হতে যাওয়া নতুন বর্ষ থেকেই এই নির্দেশ কার্যকর করা হবে।

দেশটির শিক্ষামন্ত্রীর বরাত দিয়ে গতকাল রবিবার (২৭ আগস্ট) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ফ্রান্সে সরকারি স্কুল ও ভবনগুলোতে ধর্মীয় প্রতীক বা নিদর্শন ব্যবহারের ওপর কঠোর নিষেধাজ্ঞা রয়েছে।

এ ক্ষেত্রে দেশটির যুক্তি হচ্ছে,  ধর্মনিরপেক্ষতার আইন লঙ্ঘিত হয় ধর্মীয় প্রতীক বা নিদর্শনের ব্যবহারের মাধ্যমে।

ফ্রান্সের শিক্ষামন্ত্রী গ্যাব্রিয়েল আটাল বলেন, ‘একটি শ্রেণিকক্ষে গিয়ে শুধু শিক্ষার্থীদের দিকে তাকিয়েই তাদের ধর্ম শনাক্ত করতে পারার বিষয়টি গ্রহণযোগ্য নয়। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, এখন থেকে স্কুলে আর আবায়া পরিধান করা যাবে না।’ ফ্রান্সের স্কুলগুলোতে আবায়া বা বোরকা পরিধান নিয়ে দীর্ঘ সময় ধরে বিতর্কের পর দেশটির শিক্ষামন্ত্রী নতুন এই সিদ্ধান্তের কথা জানালেন।

গ্রীষ্মের ছুটির পর স্কুল পুনরায় খোলার আগেই জাতীয় পর্যায়ে সবার কাছে তিনি নতুন নিয়মটি সুস্পষ্ট করবেন বলে জানান। দেশটির সরকারি স্কুলগুলোতে ২০০৪ সাল থেকে মেয়েদের মাথায় স্কার্ফ বা হিজাব পরিধান নিষিদ্ধ করা হয়েছিল।

সাম্প্রতিক সময়ে ফ্রান্সের স্কুলগুলোতে বোরকা পরিধান করা মুসলমান মেয়েদের সংখ্যা ক্রমেই বাড়ছে। দেশটির বামপন্থী দলগুলো মুসলমান নারী ও মেয়েদের অধিকার নিয়ে উদ্বেগ প্রকাশ করে এলেও ডানপন্থী দলগুলো মুসলমান নারীদের এই পোশাক নিষিদ্ধের পক্ষে অবস্থান নিয়েছে।

Facebook Comments Box
বিষয় :

Posted ১২:০৫ পিএম | সোমবার, ২৮ অগাস্ট ২০২৩

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।