| বুধবার, ৩০ অগাস্ট ২০২৩ | প্রিন্ট | 40 বার পঠিত
কড়া নিরাপত্তার মধ্যে ছোট পরিসরে অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানের পর নিজের শহর সেন্ট পিটার্সবার্গে বাবার কবরের পাশে সমাহিত করা হয়েছে ওয়াগনার প্রধান ইয়েভগেনি প্রিগোজিনকে। মঙ্গলবার (২৯ আগস্ট) ওয়াগনারের জনসংযোগ শাখা বার্তা আদান-প্রদানের অ্যাপ টেলিগ্রামের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। খবর বিবিসির।
এক বিবৃতিতে তারা বলেছে, কেউ প্রিগোজিনকে শেষ বিদায় জানাতে চাইলে যেন পোরোখোভসকোয়ি সমাধিস্থলে যান। এর বাইরে বিস্তারিত কোনো তথ্য জানায়নি তারা।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার বিকেল ৪টার দিকে প্রিগোজিনের শেষকৃত্য সম্পন্ন হয়। এ সময় তার নিকটাত্মীয়রা উপস্থিত ছিলেন। বাবার কবরের পাশে প্রিগোজিনকে সমাহিত করা হয়। সেখানে ওয়াগনার গ্রুপের পতাকা উড়তে দেখা গেছে।
Posted ১:২১ এএম | বুধবার, ৩০ অগাস্ট ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।