শুক্রবার ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

রেমিট্যান্সে প্রণোদনা বাড়িয়ে ২.৫ শতাংশ করল ব্যাংক

  |   রবিবার, ২২ অক্টোবর ২০২৩   |   প্রিন্ট   |   8 বার পঠিত

রেমিট্যান্সে প্রণোদনা বাড়িয়ে ২.৫ শতাংশ করল ব্যাংক

প্রবাসীদের পাঠানো প্রতি ডলারের বিপরীতে ৫ শতাংশ প্রণোদনা পাবেন। প্রতি ডলারের দাম ১১০ টাকা; এর সঙ্গে ৫ শতাংশ অর্থাৎ ৫ টাকা ৫০ পয়সা যোগ করে ১৫ টাকা ৫০ পয়সা করে পাবেন।

আজ রোববার (২২ অক্টোবর) থেকে প্রবাসী আয়ের নতুন এ দাম কার্যকর হয়েছে।

শুক্রবার (২০ অক্টোবর) রাতে বাংলাদেশ ব্যাংকের মধ্যস্ততায় অনুষ্ঠিত ব্যাংকের প্রধান নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) ও বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ অথরাইজড ডিলারস অ্যাসোসিয়েশনের (বাফেদা) এক ভার্চুয়াল যৌথ সভায় এমন সিদ্ধান্ত হয়েছে।

বর্তমানে প্রবাসীদের আয়ে ব্যাংকে এক মার্কিন ডলারের দাম ১১০ টাকা পয়সা। এর ওপর সরকার আড়াই শতাংশ প্রণোদনা দেয়। এখন এক ডলারে সব মিলে পা‌চ্ছে ১২ টাকা ৭৫ পয়সা। এবিবি ও বাফেদার নতুন সিদ্ধান্ত মোতাবেক এখন এর সঙ্গে ব্যাংকগুলো আরও ২ দশমিক ৫ শতাংশ বাড়‌তি দাম দেবে।

ফলে রে‌মিট্যা‌ন্সের এক ডলারে মিলবে ১১৫ টাকা ৫০ পয়সা। তবে আমদানিকারকদের কাছে ডলার ১১০ টাকাতেই বিক্রি করতে হবে।

ব্যাংকের কর্মকর্তারা জানান, নির্ধারিত দামে ডলার পাওয়া যাচ্ছে না। তাই রেমিট্যান্স হাউসগুলো থেকে বেশি দামে প্রবাসী আয় কিনতে হচ্ছে। এমন প‌রি‌স্থি‌তি‌তে ডলার সংকট কাটাতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আশা করা যাচ্ছে, নতুন এই সিদ্ধান্তের ফলে প্রবাসীরা বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠাতে আগ্রহী হবে। হুন্ডির দৌরাত্ম্য কমবে।

Facebook Comments Box

Posted ৭:১২ এএম | রবিবার, ২২ অক্টোবর ২০২৩

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।