| মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩ | প্রিন্ট | 47 বার পঠিত
নেদারল্যান্ডসের দ্য হেগভিত্তিক আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রেসিডেন্ট পিওতর হফমানস্কির নাম ‘ওয়ান্টেড তালিকায়’ অন্তর্ভুক্ত করেছে রাশিয়া।
স্থানীয় সময় সোমবার রাশিয়া বলেছে, তারা আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রেসিডেন্ট পিওতর হফমানস্কিকে তাদের ওয়ান্টেড তালিকায় রেখেছে। গত মার্চে হেগভিত্তিক আদালত ইউক্রেনীয় শিশুদের বেআইনিভাবে নির্বাসনের অভিযোগে পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ঘোষণা করেছিল। যা একটি যুদ্ধাপরাধ।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির কয়েক মাসের মধ্যে এই ব্যবস্থা নিল রাশিয়া।
রাশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক নোটিশে বলেছে, পোল্যান্ডের নাগরিক পিওতর হফমানস্কি রাশিয়ার ফৌজদারি আইনের আওতায় ওয়ান্টেড হিসেবে বিবেচিত হবেন। তবে পিওতরের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি মন্ত্রণালয়।
জোর করে ইউক্রেনের শিশুদের দেশ ছাড়তে বাধ্য করা ও দেশটিতে যুদ্ধাপরাধ সংঘটনের দায়ে চলতি বছরের মার্চে আইসিসি পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
এর পাল্টা পদক্ষেপ হিসেবেই মস্কো এ উদ্যোগ নিয়েছে বলে ধারণা করা হচ্ছে। একই অভিযোগে রাশিয়ার শিশু অধিকারবিষয়ক প্রেসিডেনশিয়াল কমিশনার মারিয়া লোভোভা-বেলোভার বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আইসিসি। রাশিয়া এর আগে আইসিসির প্রসিকিউটর করিম খান এবং বেশ কয়েকজন বিচারকের বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
সূত্র : মস্কো টাইমস
Posted ৭:৩৯ এএম | মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।