রবিবার ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

কম আয়ের পরিবারের জন্য মেয়রের উপহার অতিরিক্ত ৯৩৩ ডলার ট্যাক্স ক্রেডিট

  |   সোমবার, ০৬ মার্চ ২০২৩   |   প্রিন্ট   |   23 বার পঠিত

কম আয়ের পরিবারের জন্য মেয়রের উপহার অতিরিক্ত ৯৩৩ ডলার ট্যাক্স ক্রেডিট

নিউইয়র্ক সিটির মেয়র এরিক এডামস শুক্রবার বললেন, প্রতি বছর ট্যাক্স মওসুমে নিউইয়র্ক সিটির ওয়ার্কিং ক্লাস প্রত্যাশা করেন, তারা যাতে আগের বছরের তুলনায় অধিক অর্থ পান ট্যাক্স ক্রেডিট ও রিফান্ড থেকে। মেয়র বলেন, তাদের সেই প্রত্যাশা পূরণ করার জন্য আমরা অলবেনি গিয়েছিলাম এই অতিরিক্ত ট্যাক্স ক্রেডিটের অর্থ যাতে পাওয়া যায় তা নিশ্চিত করতে। আর তা নিশ্চিত করেছি। প্রায় ২০ বছর পর এই প্রথম অতিরিক্ত হারে নিউইয়র্ক সিটির আর্নড ইনকাম ট্যাক্স ক্রেডিট প্রদান করব।

নিউইয়র্ক সিটির ডিপার্টমেন্ট অব কনজ্যুমার এন্ড ওয়ার্কার প্রটেকশনের কমিশনার ভিলডা ভেরা মাইয়ুগা বলেন, এই সিটির ওয়ার্কিং ক্লাস মানুষদের জন্য এই অতিরিক্ত আনর্ড ইনকাম ট্যাক্স ক্রেডিট লাইফলাইন। তারা এই অর্থ দিয়ে জরুরী প্রয়োজনীয় জিনিস কিনতে পারবেন। সেই সাথে খাবারসহ অন্যান্য পণ্যও।

মেয়র এরিক এডামসের অফিস থেকে  সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য দিয়ে বলা হয়েছে, স্টেট বাজেট থেকে এই খাতে যে অর্থ পাওয়া গেছে, তা ফেডারেল সরকারের আর্নড ইনকাম ট্যাক্স ক্রেডিটের সাথে ম্যাচ করা হবে। নিউইয়র্ক সিটির ২৫০ মিলিয়ন ডলারের সাথে স্টেটের দেয়া ১০০ মিলিয়ন ডলার যোগ করা হবে।

সিঙ্গেল প্যারেন্টের পরিবারে যদি একটি শিশু সন্তান থাকে, এবং বার্ষিক আয় ১৪,৭০০ ডলার বা তার কম হয় তারা আর্নড ইনকাম ট্যাক্স ক্রেডিট আগে পেত ১৮৭ ডলার। এখন তা বেড়ে ৯৩৩ ডলার পাবে। বিবাহিত স্বামী স্ত্রী ও দুই শিশু সন্তানের পরিবার যদি বছরে ২৫,০০০ ডলার আয় করে তারা আগে পেত ৩০৮ ডলার, এবার আর্নড ইনকাম ট্যাক্স ক্রেডিট পাবে ৯২৫ ডলার। নিউইয়র্ক সিটির প্রায় ৮০০,০০০ পরিবার এই ট্যাক্স ক্রেডিট পাবে এ বছরের ট্যাক্স রিটার্ন থেকেই। আগামী ১৮ এপ্রিল ট্যাক্স ফাইলের শেষ দিন।

Facebook Comments Box

Posted ১২:৩৫ এএম | সোমবার, ০৬ মার্চ ২০২৩

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।