মঙ্গলবার ২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

নিউইয়র্কে বাফার বর্ণিল আয়োজন

  |   বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০২৩   |   প্রিন্ট   |   40 বার পঠিত

নিউইয়র্কে বাফার বর্ণিল আয়োজন

নিউইয়র্কে বাংলাদেশ একাডেমি অব ফাইন আর্টস-বাফার পরিবেশনায় উদযাপিত হয়েছে “বাংলাদেশ নাইট কালারস অব রিদম”। পার্কচেস্টার কন্ডমোনিয়ামের সৌজন্যে ১১ জুলাই মঙ্গলবার কর্মমুখর দিনশেষে গ্রীষ্মকালীন সন্ধ্যায় ব্রঙ্কসের পার্কচেস্টার ওভালে এ বিশেষ কর্মসূচি বাস্তবায়ন করে বাফা।

বহুমূখী জাতিগোষ্ঠীর আবাসস্থল নিউইয়র্কে বৈচিত্রময় সাংস্কৃতিক শ্রোতধারায় স্বজাতির ঐতিহ্যগত সংস্কৃতি তুলে ধরার প্রয়াসেই আয়োজিত হয় ”বাংলাদেশ নাইট কালারস অব রিদম” শীর্ষক এ চমৎকার মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। যার মূল ভাবনা এবং নৃত্য পরিচালনায় ছিলেন বাফার নির্বাহী পরিচালক মার্জিয়া স্মৃতি। গীটার ও সঙ্গীত পরিচালনা করেন এএফএম আফতাবুজ্জামান স্পন্দন।

শামীম আরা বেগমের সঞ্চালনায় আবহমান বাংলার প্রাণস্পর্শী এই মনোরম আয়োজনে ছিল পুঁথিপাঠ, জনপ্রিয় বাংলা গান, গীটার ড্রাম কীবোর্ডের সাঙ্গীতিক সুর-মুর্ছনা এবং চিত্তাকর্ষক ঐতিহ্যবাহী বাংলার লোকনৃত্য। অনুষ্ঠানে আবৃত্তি ও পুঁথি পাঠ করেন আবৃত্তি শিল্পী আনোয়ারুল হক লাভলু। অন্যান্য সঙ্গীত এবং নৃত্য পরিবেশনায় ছিলেন বাফার নিয়মিত ছাত্র-ছাত্রী এবং শিক্ষক মন্ডলী।

মিশ্র ধারার সাংস্কৃতিক পরিমন্ডলে প্রচলিত চ্যালেঞ্জকে ছাপিয়ে ঐতিহ্যগত বিনোদনের মাধ্যমে দেশীয় সংস্কৃতির মৌলিক শিক্ষা ছড়িয়ে দেয়ার উদ্দেশ্যই বাংলা সাংস্কৃতিক শিক্ষা ও চর্চা কেন্দ্র ’বাফার’।

অনুষ্ঠান উপভোগ করতে এসে উপস্থিত প্রবাসী দর্শকশ্রোতারা মানসিক তৃপ্তি এবং সাংস্কৃতিক চেতনাবোধে উজ্জীবিত হয়ে বাড়ি ফিরে যান। এধরনের অনুষ্ঠান মাঝে মাঝেই আয়োজন হলে বর্তমান প্রজন্ম তাদের মূল শিকড় এবং নৈতিক শিক্ষানির্ভর সাংস্কৃতিক চেতনাকে বিশ্ব দরবারে তুলে ধরতে সক্ষম হবে বলে কেউ কেউ মন্তব্য করেন।

এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন : তাহমিনা শহীদ, শারমিন আক্তার রেক্সোনা, সারাফ রহমান, মায়া এঞ্জেলিনা, নাসিমা চৌধুরী, নুসরাত শিকদার, অস্মিতা, অদিতিয়া, জান্নাতুল, আবৃত্তি, কেয়শি, রাইদা, অধরা, ইশারা, দিশিতা, জ্বারা, ভর্তিকা, রাজভিকা, লাইসা, আরিয়ান ১, আরিয়ান ২, আরোহি, আরশি, অর্জুন ১, অর্জুন ২, সামান্তা, সানভি, আলভিরা, পূর্ণ, রাইয়ান, রুহিত, জয়, সুচী, বর্ণ, আরাফ, জ্বারা ২, তাকওয়াজ, তামজিদ, ইনারা, মিষ্টু ও শন। সার্বিক সমন্বয়ে ছিলেন বাফার প্রতিষ্ঠাতা ফরিদা ইয়াসমিন।

Facebook Comments Box
বিষয় :

Posted ৩:৩৮ এএম | বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০২৩

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।