রবিবার ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

নিউইয়র্কে শুরু হলো ছড়াটের প্রথম মাসিক ছড়াড্ডা

  |   শনিবার, ০৪ মার্চ ২০২৩   |   প্রিন্ট   |   23 বার পঠিত

নিউইয়র্কে শুরু হলো ছড়াটের প্রথম মাসিক ছড়াড্ডা
 জনপ্রিয় সংগঠন ছড়াটে দীর্ঘদিন ধরে ছড়া ও শিশুদের নিয়ে কাজ করে চলেছে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত বাংলা ভাষাভাষী ছড়াকারদের একই প্লাটফর্মে আনার লক্ষ্যে ২০১৬ সালের ১৫ ফেব্রæয়ারি জন্ম হয় ছড়াটে-র। সেই থেকে নানামুখী গঠনমূলক কার্যক্রম চালিয়ে আসছে এই সংগঠনটি। 

ছড়াকারদের মধ্যে পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি, ভাবের আদান-প্রদান, ছড়া নিয়ে আলোচনা ও বিচার বিশ্লেষণের মাধ্যমে উন্নত ছড়া চর্চার লক্ষ্যে ছড়াটে-র নতুন উদ্যোগ ঘরোয়া ছড়াড্ডা।

প্রাণবন্ত আড্ডায় ছড়া নিয়ে আলোচনা ও অনুভূতি প্রকাশের পাশাপাশি ছড়া পাঠ করেছেন ছড়াকার সজল আশফাক, ছড়াকার মৃদুল আহমেদ, ছড়াকার মিনহাজ আহমেদ, ছড়াকার শাহীন দিলওয়ার, ছড়াকার রিপন শওকত, ছড়াকার শহীদ উদ্দিন ও ছড়াকার শামস চৌধুরী রুশো। শুভেচ্ছা বক্তব্য রাখেন ছড়াটে-র পৃষ্ঠপোষক সাংবাদিক আকবর হায়দার কিরণ। প্রথমবারের মতো মাসিক ঘরোয়া এই ছড়াড্ডাটি অনুষ্ঠিত হয় হলিসে, ছড়াকার শামস চৌধুরী রুশো-র বাসভবনে। পরবর্তী মাসের ছড়াড্ডার বিষয় ও স্থান ঘোষণার পর সমবেতকন্ঠে আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে…. গানের মধ্য দিয়ে সমাপ্ত হয় ছড়াটে আয়োজিত প্রথম মাসিক ঘরোয়া ছড়াড্ডা। সংবাদ বিজ্ঞপ্তির।

Facebook Comments Box

Posted ১১:৩৯ পিএম | শনিবার, ০৪ মার্চ ২০২৩

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।