শনিবার ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

অস্ত্রবিরতি চুক্তি নিয়ে আশাবাদী ক্রেমলিন

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ১৫ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   132 বার পঠিত

অস্ত্রবিরতি চুক্তি নিয়ে আশাবাদী ক্রেমলিন

যুক্তরাষ্ট্রের দূত এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে আলোচনার পর ক্রেমলিনের মুখপাত্র দ্যমিত্রি পেসকভ বলেছেন, ইউক্রেন ও রাশিয়ার মধ্যে প্রস্তাবিত অস্ত্রবিরতি সম্পর্কে ‘সতর্ক আশাবাদের’ কারণ রয়েছে।

শুক্রবার টেলিফোনে সংবাদদাতাদের সঙ্গে কথা বলার সময় পেসকভ বৃহস্পতিবার পুতিনের মন্তব্যের কথা উল্লেখ করে বলেন, তিনি ৩০ দিনের জন্য ইউক্রেনের সঙ্গে রাশিয়ার অস্ত্রবিরতির বিষয়ে শর্তসাপেক্ষ সমর্থন জানান, তবে সেইসঙ্গে বলেছেন, কিছু প্রশ্নের জবাব পাওয়া দরকার।

পেসকভ বলেন যে, যদিও এখনও অনেক কিছু করার বাকি আছে পুতিন ট্রাম্পের অবস্থানের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন।

তিনি বলেন, বৃহস্পতিবার রাতে পুতিন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে কথা বলেছেন এবং সেই সময়ে পুতিন ‘প্রেসিডেন্ট ট্রাম্পকে কিছু তথ্য এবং বাড়তি সংকেত পাঠিয়েছেন’।

ক্রেমলিনের এই মুখপাত্র বলেন, উভয় পক্ষই রাজি হয়েছেন যে পুতিন এবং ট্রাম্পের কথা বলা দরকার। তিনি আরও বলেন যে উইটকফ নতুন তথ্য ট্রাম্পকে জানানোর পর সর্বসম্মতিক্রমে এই সংলাপের সময় নির্ধারণ করা হবে।

বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে তার রাত্রিকালীন ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনসকি বলেন, পুতিনের মন্তব্যগুলি নিজের সুবিধামত প্রভাব বিস্তারের জন্য” এবং তিনি মনে করেন যুক্তরাষ্ট্রের পরিকল্পনার বিষয়ে পুতিনের শর্তসাপেক্ষ সমর্থন আসলে পরিকল্পনাটি প্রত্যাখ্যান করার ক্ষেত্র তৈরি করে।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লিভিট শুক্রবার বলেন, ট্রাম্প এবং পুতিনের মধ্যে আলোচনার কোন সময় নির্ধারন করা হয়নি তবে তিনি বলেন সেটি সব সময়ই পরিবর্তন হতে পারে।

প্রেসিডেন্টের ট্রুথ সোশ্যাল মিডিয়া আকাউন্ট প্রসঙ্গে এক মন্তব্যে লিভিট বলেন, সঠিক কাজটি করতেই ট্রাম্প রাশিয়ার উপর চাপ প্রয়োগ করছেন। তিনি মস্কোতে বৃহস্পতিবারের আলোচনাকে ‘যুক্তরাষ্ট্র ও বিশ্বের শান্তির জন্য একটি গঠনমূলক দিন’ ছিল বলে উল্লেখ করেন।

Facebook Comments Box

Posted ১২:৩৪ পিএম | শনিবার, ১৫ মার্চ ২০২৫

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

test
(117 বার পঠিত)
Il modo migliore per best online casino
(61 বার পঠিত)
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।