| রবিবার, ১২ মার্চ ২০২৩ | প্রিন্ট | 105 বার পঠিত
শেখ শফিকুর রহমানঃ ৭ মার্চ উপলক্ষে জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড.সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আইরিন পারভীনের পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন সহসভাপতি শামসুদ্দিন আজাদ ও মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাসিব মামুন ও মহিউদ্দীন দেওয়ান, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাজী দুলাল মিয়া এনাম, প্রবাসী কল্যাণ সম্পাদক সোলায়মান আলী, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুর রহমান, সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরী, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সহসভাপতি শেখ আতিক, সাধারণ সম্পাদক শাহীন আজমল, কানেকটিকাট স্টেট আওয়ামী লীগের সভাপতি জাহেদুল হক, সাধারণ সম্পাদক হুমায়ুন আহমেদ চৌধুরী। সভায় বক্তব্য রাখেন সাখাওয়াত বিশ্বাস, সেবুল মিয়া, মমতাজ বেগম, জেড এ জয় প্রমুখ।
সভার শুরুতে সকল শহীদদের স্মরণে মুনাজাত পরিচালনা করেন ইমাম কাজী কাইয়ুম।
Posted ১২:২৮ এএম | রবিবার, ১২ মার্চ ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।