মঙ্গলবার ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

যুক্তরাষ্ট্র ইউক্রেইনকে আরও ২৬০ কোটি ডলারের সাহায্য দিচ্ছে

  |   বৃহস্পতিবার, ০৮ সেপ্টেম্বর ২০২২   |   প্রিন্ট   |   153 বার পঠিত

যুক্তরাষ্ট্র  ইউক্রেইনের জন্য নতুন করে প্রায় ২৭০ কোটি ডলারের সাহায্য অনুমোদন করেছে । এর মধ্যে  ৬৭ কোটি ৫০ লাখ ডলারের অস্ত্রও রয়েছে।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন এ সাহায্য প্যাকেজের ঘোষণা দিয়েছেন। জার্মানির রামস্টেইন মার্কিন বিমানঘাঁটিতে মন্ত্রীদের সঙ্গে এক বৈঠকে তিনি এ ঘোষণা দেন।

বিবিসি জানায়, এই সামরিক সাহায্য প্যাকেজে আছে হাউইৎজার, গোলাবারুদ, হামভি যান, সশস্ত্র অ্যাম্বুলেন্স এবং ট্যাংক-বিধ্বংসী ব্যবস্থা।

যুক্তরাষ্ট্র এরই মধ্যে ইউক্রেইনের জন্য অন্তত ১ হাজার ৩শ’কোটি সামরিক সাহায্য দেওয়ার অঙ্গীকার করেছে।

যুক্তরাষ্ট্রের বাইডেন প্রশাসন বৃহস্পতিবার বলেছে, তারা ইউক্রেইনসহ ভবিষ্যতে রুশ আগ্রাসনের ঝুঁকিতে থাকা ১৮টি প্রতিবেশী দেশের নিরাপত্তা জোরদার করতে বিনিয়োগের আকারে ২শ’ কোটি ডলারের দীর্ঘ মেয়াদি সামরিক সহায়তা নির্দিষ্ট করে রেখেছে।

এই সাহায্য পরিকল্পনা সম্পর্কে কংগ্রেসকে জানানো হবে বলে জানিয়েছে তারা।

গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেইনে আগ্রাসন চালাচ্ছে রাশিয়া। ছয় মাসের বেশি সময় ধরে সংঘাত চলছে। এরই মধ্যে কিইভের জন্য একের পর এক সামরিক সহায়তার ঘোষণা দিয়ে যাচ্ছে ওয়াশিংটন।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন রাশিয়ার এই আগ্রাসনকে অবৈধ, সাম্রাজ্যবাদী আখ্যা দিয়েছেন এবং সবার সম্মিলিত প্রচেষ্টায় ইউক্রেইনের যুদ্ধক্ষেত্রে এখন উল্লেখযোগ্য সাফল্য নজরে আসছে বলে মন্তব্য করেছেন।

বুধবার ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তার দেশের সেনাবাহিনী সম্প্রতি রুশ বাহিনীর বিরুদ্ধে সফল অভিযান চালিয়েছে। দক্ষিণ এবং পূর্বে অনেক বড় এলাকা তারা নিয়ন্ত্রণে নিয়েছে। খারকিভের উত্তর-পূর্বের বসতিও তারা পুনর্দখল করেছে।

ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস বলেছেন, ইউক্রেইন যে আসলেই সামরিক অগ্রগতি পাচ্ছে সে লক্ষণ দেখা যাচ্ছে। পশ্চিমা দেশগুলোর দেওয়া রকেট ও অন্যান্য অস্ত্র সাহায্য এই অগ্রগতি পেতে ইউক্রেইনের জন্য সহায়ক হচ্ছে।

তবে রাশিয়া ইউক্রেইন যুদ্ধে দৃশ্যপট বদলে যাওয়ার বিষয়টি অস্বীকার করে বুধবার বলেছে, “আমরা কোনোকিছু হারাইনি এবং কোনোকিছু হারাবও না।”

Facebook Comments Box

Posted ৫:৩৫ পিএম | বৃহস্পতিবার, ০৮ সেপ্টেম্বর ২০২২

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।