| বুধবার, ০১ মার্চ ২০২৩ | প্রিন্ট | 142 বার পঠিত
২০২৩ সালের তৃতীয় মাস মার্চ শুরু হতে যাচ্ছে। জ্যোতিষীদের মতে, মার্চ মাসটি একাধিক রাশির জন্য উত্থান-পতনের মধ্যে হতে চলেছে। এ মাসে মিথুন ও ধনু রাশির জাতক-জাতিকারা অর্থ লাভ করবেন। অন্যদিকে, কয়েকটি রাশির জাতক -জাতিকারা খরচের কারণে সমস্যায় পড়বেন। আসুন জেনে নিন এই মাসটি আপনার রাশির জন্য কেমন যাবে।
মেষ/ (মার্চ ২১-এপ্রিল ২০)
মার্চ মাসে মেষ রাশির জাতক-জাতিকারা সহজে পরিশ্রমের ফল পাবেন না। এ মাসে ব্যক্তিগত জীবনে বাধা আসতে পারে। অর্থের অপচয় হতে পারে এ মাসে। ব্যবসায়ীদের জন্য এই মাসটি তেমন লাভজনক হবে না। এ মাস থেকে খুব বেশি প্রত্যাশা করবেন না।
বৃষ/ (এপ্রিল ২১-মে ২০)
বৃষ রাশির জাতক –জাতিকাদের জন্য মার্চ মাসটি মোটামুটি কাটবে। উন্নত চাইলে কর্মজীবনে ভালো পারফর্ম করতে পারেন। যাঁরা ব্যবসা করছেন তাঁরা মাসের শেষে মোটা লাভ করবেন। পারিবারিক জীবন ভালো কাটবে।
মিথুন (মে ২১-জুন-২১)
মিথুন রাশির জাতক-জাতিকারা এ মাসে কঠোর পরিশ্রমের মাধ্যমে পদোন্নতি পেতে পারেন। হাতে আসতে পারে টাকা। ব্যবসা করলে মাসে তা শুভ ফল দিতে পারে। কর্মজীবনে ভালো পারফর্ম করতে পারেন। পারিবারিক শান্তি বজায় থাকবে।
কর্কট (জুন ২২-জুলাই ২২)
কর্মজীবনের দিক থেকে কর্কট রাশির জাতক-জাতিকাদের জন্য মাসের শুরুটা একটু কঠিন হতে পারে। কাজের চাপ বাড়বে। হতে পারেন বাধার সম্মুখীন। আর্থিক বিষয়ে সতর্ক থাকতে হবে। আপনি যদি নতুন বিনিয়োগ করতে চান তাহলে এ মাসের দ্বিতীয়ার্ধ পর্যন্ত অপেক্ষা করুন। স্বাস্থ্যের ব্যাপারে সচেতন হোন।
সিংহ (জুলাই ২৩-আগস্ট ২৩)
এই মাসটি সিংহ রাশির জাতক-জাতিকাদের জন্য খুব একটা অনুকূল নয়। এ মাসে স্বাস্থ্যের প্রতি আরও যত্ন নেওয়া প্রয়োজন। তড়িঘড়ি কাজ আপনার সমস্যা বাড়িয়ে দিতে পারে। চাকরিতে সাফল্য পেতে শুরুতে কঠোর পরিশ্রম করতে হবে। কর্মজীবনে চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন।
কন্যা (আগস্ট ২৪-সেপ্টেম্বর ২৩)
মার্চ মাসে কন্যা রাশির জাতক-জাতিকারা চাকরিতে ইতিবাচক ফল পাবেন। কঠোর পরিশ্রমের মাধ্যমে অর্থ ও সম্পদ অর্জন করতে পারেন। ব্যবসায়ীরা মুনাফা করতে সক্ষম হবেন। আয়ের দিক থেকে ভাল যাবে। চাকরিতে পরিশ্রমের ফল পেতে পারেন।
তুলা (সেপ্টেম্বর ২৪-অক্টোবর ২৩)
তুলা রাশির জাতক-জাতিকারা এ মাসে স্বাস্থ্য, আর্থিক এবং পারিবারিক সম্পর্ক মোটামুটি থাকবে। হঠাৎ করে খরচ বাড়তে পারে। ঋণ নিতে হতে পারে। এ মাসে ব্যবসার দিক থেকে ভালো যাবে না। স্বাস্থ্যের ক্ষেত্রেও সময় অনুকূলে দেখা যাচ্ছে না।
বৃশ্চিক ( অক্টোবর ২৪-নভেম্বর ২২)
এ মাসে আপনাকে বাড়তি খরচে করতে হতে পারে। আপনার কষ্টার্জিত অর্থও খরচ হতে পারে। তবে ব্যবসায় লাভ পেতে পারেন। প্রেম ও বিবাহিত জীবনে ভালোবাসার অভাব অনুভব করতে পারেন। সম্পর্কে বাধা আসবে।
ধনু (নভেম্বর ২৩-ডিসেম্বর ২১)
এ মাসে ধনু রাশির জাতক-জাতিকাদের অর্থনৈতিক অবস্থা শক্তশালী হবে। ধীরে ধীরে সম্পদ বৃদ্ধি পাবে। হঠাৎ করে অর্থ হাতে আসবে না। তবে কর্মজীবনে আপনি অনুকূল ফল পাবেন। আপনার কাজ প্রশংসিত হবে। ব্যবসায় উন্নতি লাভ হওয়ার সম্ভাবনা আছে। বাইরে কোথাও যেতে পারেন।
মকর ( ডিসেম্বর ২২-জানুয়ারি ২১)
এই মাসে মকর রাশির জাতক-জাতিকাদের হঠাৎ করে খরচ বাড়তে পারে। এ মাসে সঞ্চয়ের কোনও সম্ভাবনা নেই। বড় স্বাস্থ্য সমস্যা হবে না। এ মাসে প্রেম ও দাম্পত্যে আকর্ষণের অভাব হতে পারে। পারিবারিক জীবনে উত্থান-পতন দেখা দিতে পারে।
কুম্ভ (জানুয়ারি ২২-ফেব্রুয়ারি ১৯)
চাকরি, অর্থ, পরিবার এবং স্বাস্থ্যের ক্ষেত্রে আপনি মিশ্র ফল পাবেন মার্চে। স্বাস্থ্য এবং কর্মজীবনের দিকে বেশি মনোযোগ দেওয়া দরকার। কর্মজীবনে কিছু অসুবিধা হতে পারে। চাকরি-ব্যবসায় সাফল্য ও উন্নতির পথে বাধা আসবে।
মীন (ফেব্রুয়ারি ২০-মার্চ ২০)
মার্চ মাসটি মীন রাশির জাতক-জাতিকাদের জন্য কিছুটা কঠিন মনে হচ্ছে। হঠাৎ চাকরি পরিবর্তন বা চাকরি হারানোর সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্যের দিকে নজর দিন। বাধাবিঘ্ন আসবে এ মাসে। বাড়বে খরচ।
Posted ৩:৪৩ এএম | বুধবার, ০১ মার্চ ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।