| শনিবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৩ | প্রিন্ট | 109 বার পঠিত
আগামী মার্চ মাসে ঢাকায় অনুষ্ঠিত হবে ‘বাংলাদেশ বিজনেস সামিট ২০২৩’। ১১ মার্চ এই সম্মেলন শুরু হয়ে চলবে ১৩ মার্চ পর্যন্ত। দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই তাদের ৫০ বছর পূর্তিকে সামনে রেখে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই আয়োজন করতে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মেলনের উদ্বোধন করবেন। এতে ৩০টি দেশের ব্যবসায়ীদের আমন্ত্রন জানানো হয়েছে।
আজ শনিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন জানান, বাংলাদেশের অর্থনীতি, বাণিজ্য এবং বিনিয়োগ সম্ভাবনাকে বৈশ্বিক ব্যবসায়ী, উদ্যোক্তা, বিনিয়োগকারী, উদ্ভাবক, নীতিনির্ধারন, বাজার বিশ্লেষক এবং আন্তর্জাতিক সংস্থা ও প্রতিষ্ঠানের কাছে তুলে ধরতে এই আয়োজন ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে জানানো হয়, পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয় এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) সহযোগিতায় এই সম্মেলনের আয়োজন করা হচ্ছে। এতে মিডিয়া পার্টনার হিসেবে থাকছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যমে সিএনএন। সামিটের খবরের পাশাপাশি বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্ভাবনা বিষয়ে অনুষ্ঠান প্রচার করবে সিএনএন। এতে খ্যাতনামা সাংবাদিক ও উপস্থাপক রিচার্ডে কোয়েস্টও অংশ নেবেন।
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, কৃষিনির্ভর বাংলাদেশের অর্থনীতিতে এখন রপ্তানিমুখী শিল্পায়ন হচ্ছে। ধীরে ধীরে জ্ঞাননির্ভর অর্থনীতির দিকে এগোচ্ছি আমরা। বাংলাদেশকে ব্র্যান্ডিংকে এগিয়ে নিতে কূটনীতিকদের প্রতি আহ্বান জানান তিনি।
এফবিসিসিআইর সাবেক সভপতি এ.কে. আজাদ বলেন, বাংলাদেশে বিনিয়োগ সহায়ক পরিবেশ রয়েছে। যক্তরাষ্ট্রের এক বিনিয়োগকারীর উদাহরণ দিয়ে তিনি বলেন, ওই বিনিয়োগকারী হাইতিতে বিনিয়োগের প্রাথমিক চিন্তা করেছিলেন। কিন্তু সেখানে গিয়ে তিনি দেখেন পানি নেই, বিচার ব্যবস্থাও প্রশ্নবিদ্ধ। পরে তিনি বাংলাদেশকেই বিনিয়োগ ও ব্যবসার জন্য নির্বাচন করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের সিনিয়র সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরী, সহসভাপতি এম এ মোমেন, মো. আমিন হেলালী, সালাউদ্দিন আলমগীর, হাবীব উল্লাহ, পলিসি এক্সচেঞ্জ অব বাংলাদেশের চেয়ারম্যান এবং বাংলাদেশ বিজনেস সামিটের প্রধান কারিগরি উপদেষ্টা এম মাশরুর রিয়াজ প্রমুখ।
Posted ২:২২ পিএম | শনিবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।