মঙ্গলবার ২৫শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

মার্কিন দু’টি নৌ ড্রোন আটক করেছে ইরান

  |   শনিবার, ০৩ সেপ্টেম্বর ২০২২   |   প্রিন্ট   |   135 বার পঠিত

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম শুক্রবার জানিয়েছে, ইরানের একটি নৌ ফ্লোটিলা লোহিত সাগরে দুটি আমেরিকান সামরিক চালকবিহীন গবেষণা ড্রোন জাহাজ আটক করেছে।
ইরানের নৌবাহিনীর ‘জামারান ডেস্ট্রয়ার বৃহস্পতিবার লোহিত সাগরে সন্ত্রাসবিরোধী অভিযান চালানোর সময় আন্তর্জাতিক শিপিং রুটে বেশ কয়েকটি আমেরিকান সামরিক মনুষ্যবিহীন গবেষণা  ড্রোন জাহাজের মুখোমুখি হয়েছিল।’ রাষ্ট্রীয় টিভিতে এ কথা জানানো হয়।
এতে বলা হয়, ‘ফ্লোটিলা একটি আমেরিকান ডেস্ট্রয়ারকে দুবার সতর্ক করার পরে সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে দুটি ড্রোন জাহাজ জব্দ করেছে।’
‘আন্তর্জাতিক শিপিংয়ের উত্তরণ সুরক্ষিত করার পরে, ফ্লোটিলা দুটি জাহাজকে একটি নিরাপদ এলাকায় ছেড়ে দিয়েছে।’ রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমের ফুটেজে একটি জাহাজ থেকে ইরানী বাহিনীর দুটি মার্কিন ড্রোন জাহাজকে ছেড়ে দেওয়ার দৃশ্য দেখানো হয়।
মার্কিন নৌবাহিনী জানিয়েছে যে তাদের ড্রোন জাহাজগুলি আশেপাশের পরিবেশের ছবি তুলছিল এবং ২০০ দিনেরও বেশি সময় ধরে দক্ষিণ লোহিত সাগরের আশেপাশে ছিল।
মার্কিন নৌবাহিনী এক বিবৃতিতে বলেছে, ‘১ সেপ্টেম্বর দুপুর ২টার দিকে (স্থানীয় সময়) মার্কিন ৫ম নৌবহরটি সনাক্ত করে যে ইরানী জাহাজ দুটি মানববিহীন ড্রোন জাহাজের কাছে আসছে এবং তাদের পানি থেকে সরিয়ে নিচ্ছে।’
বিবৃতিতে আরও বলা হয়েছে, কাছাকাছি থাকা দুটি মার্কিন ডেস্ট্রয়ার ইউএসএস নিটজে এবং ইউএসএস ডেলবার্ট ডি. ব্লাক ‘পরিস্থিতি শান্ত করার জন্য ইরানী যুদ্ধজাহাজের সাথে যোগাযোগের জন্য ঘটনাস্থলে গেছে।’
বিবৃতিতে বলা হয়েছে, পরের দিন সকাল ৮টার দিকে মার্কিন নৌবাহিনীর জাহাজগুলোকে ছেড়ে দেওয়া হয়।
এরআগে এক পৃথক ঘটনায়, মঙ্গলবার পেন্টাগন বলেছে যে একটি ইরানী জাহাজ উপসাগরে একটি আমেরিকান সামরিক ড্রোন জাহাজ জব্দ করেছে, পরে সেখানে মার্কিন নৌবাহিনীর একটি টহল জাহাজ এবং হেলিকপ্টার মোতায়েন করার পরে এটি ছেড়ে দিয়েছে।
ইউএস সেন্ট্রাল কমান্ডের ৫ম নৌবহর জানিয়েছে যে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কর্পস নৌবাহিনীর একটি সহায়তা জাহাজ-শহীদ বাজিয়ার সোমবার গভীর রাতে সাত মিটার (২৩ ফুট) সেলড্রোন এক্সপোলারা মানবহীন সারফেস ভেসেল (ইউএসভি) টানতে দেখা গেছে।

সূত্র-বাসস

Facebook Comments Box

Posted ৭:১৩ পিএম | শনিবার, ০৩ সেপ্টেম্বর ২০২২

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।