শুক্রবার ১৩ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উপেক্ষা করে বর্ষবরণ প্রস্তুতি

  |   বৃহস্পতিবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   35 বার পঠিত

মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উপেক্ষা করে বর্ষবরণ প্রস্তুতি

মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উপেক্ষা করে নিউইয়র্ক অভিবাসী বাংলাদেশিরা এক অভূতপূর্ব ঘটনার সৃষ্টি করেন। বৈশাখের নতুন গান, পুঁথিপাঠ ও গণসংগীতের মহড়ায় দুই শতাধিক লোক স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন। ৪ ও ৫ ফেব্রুয়ারি জ্যাকসন হাইটসে অনুষ্ঠিত এ মহড়া পরিচালনা করেন মহিতোষ তালুকদার তাপস।

নিউইয়র্কের তাপমাত্রা কয়েক দিন ধরে হিমাঙ্কের অনেক নিচে। গত শনিবার তা নেমে যায় মাইনাস ২০-এ। এমন তীব্র শীত উপেক্ষা করেও জ্যাকসন হাইটসের সংস্কৃতিবান্ধব নবান্ন রেস্তোরাঁয় জড়ো হয়েছিলেন দুই শতাধিক সংস্কৃতিজন। নিউইয়র্কে ১৪৩০ বাংলা বর্ষবরণ ঘিরে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেটে পড়েছে বিপুল সাড়া। ডেনভার, টেক্সাস, ওয়াশিংটন ডিসি, নিউ জার্সি, বোস্টন, রোড আইল্যান্ড, ক্যালিফোর্নিয়া ও ফিলাডেলফিয়া অভিবাসীরা যুক্ত হয়েছেন এ আয়োজনে।

বৃহৎ আয়োজনটি কীভাবে পরিচালিত হবে, তার ঘোষণা দেন আয়োজক সংগঠন এনআরবির ওয়ার্ল্ড ওয়াইডের সভাপতি বিশ্বজিৎ সাহা। তিনি বলেন, বর্ষবরণ অনুষ্ঠানটি সফল করতে অনেকে নানাভাবে সহায়তা দিয়ে যাচ্ছেন। যেমন স্বেচ্ছাশ্রম, মহড়ার স্থান দেওয়া, আপ্যায়ন, গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার, পরামর্শ ও আর্থিক সহায়তা দিয়ে এ আয়োজনে যুক্ত হচ্ছেন তাঁরা। প্রত্যেকের অবদান স্বচ্ছতা ও কৃতজ্ঞতার সঙ্গে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরে প্রক্রিয়াটি সম্পন্ন হবে।

আগামী ১৪ থেকে ১৬ এপ্রিল নিউইয়র্কে বর্ণাঢ্যভাবে ১৪৩০ বাংলা বর্ষবরণ উদ্‌যাপিত হবে। শতকণ্ঠে বর্ষবরণ, মঙ্গল শোভাযাত্রা ও আবহমান বাঙালি সংস্কৃতির পুঁথিপাঠ, যাত্রাপালা, পাপেট শো, নাটকসহ হরেক রকম আয়োজন থাকবে। চলছে পুঁথিপাঠের মহড়া। উন্মাদনা চলছে বৈশাখের জন্য নতুন গান সৃষ্টির। সংগীতশিল্পী পাপি মনা সবাইকে নিয়ে রিহার্সাল করছেন ‘পয়লা বৈশাখ আজ পয়লা বৈশাখ’ নামে তাঁর নতুন গাওয়া গানের। নুরুল বাতেনের সম্পাদনায় প্রকাশিত হবে বৈশাখ ১৪৩০ স্মারকগ্রন্থ।

নিউইয়র্কের সক্রিয় প্রগতিশীল সাহিত্যিক, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের সহযোগিতায় এনআরবি ওয়ার্ল্ড ওয়াইড এই বৈশাখী উৎসবের আয়োজন করছে। সংগঠনের সাধারণ সম্পাদক তোফাজ্জল লিটনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সংগীত শিক্ষক কাবেরী দাস, অভিনেত্রী লুৎফুন নাহার লতা, সংস্কৃতিমনা চিকিৎসক উৎপল চৌধুরী, ডাউনটাউন ম্যানহাটন বিজনেস অ্যাসোসিয়েশনের সভাপতি তরিকুল ইসলাম বাদল ও সাধারণ সম্পাদক রিয়াজুল কাদের লস্কর মিঠু ও তরুণ ব্যবসায়ী হেলাল মিয়া। গাইবান্ধা সমিতি ইউএসএর অর্থ সম্পাদক দিলীপ কুমার মোদক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি বিষ্ণু গোপ। শিল্পকলা একাডেমি ইউএসএর সভাপতি মণিকা রায় চৌধুরী, প্রজন্ম একাত্তরের সভাপতি শিবলী ছাদিক, এ সময় আয়োজক সংগঠনের পক্ষ থেকে মঞ্চে উপস্থিত ছিলেন ইয়াকুব আলী মিঠু, শীতেশ ধর, কানিজ ফাতেমা শাওন, সৌম্যব্রত দাসগুপ্ত ও তানভীর কাইসার।

Facebook Comments Box

Posted ১১:০৭ পিএম | বৃহস্পতিবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৩

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।