| বৃহস্পতিবার, ০২ ফেব্রুয়ারি ২০২৩ | প্রিন্ট | 91 বার পঠিত
চলতি মৌসুমে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) বেসরকারি ব্যবস্থাপনায় হজের খরচ ৬ লাখ ৭২ হাজার ৬১৮ টাকা নির্ধারণ করে প্যাকেজ ঘোষণা করেছে। যা গতবারের চেয়ে খরচ ১ লাখ ৪৯ হাজার ৮৭৪ টাকা বেড়েছে।
বৃহস্পতিবার রাজধানীতে এক অনুষ্ঠানে হাবের সভাপতি এম শাহাদাত হোসাইন এই প্যাকেজ ঘোষণা করেন।
এর আগে গত বুধবার সরকার এ বছর হজ পালনের জন্য প্রত্যেক হজযাত্রীর জন্য ব্যয় নির্ধারণ করে ৬ লাখ ৮৩ হাজার ১৮ টাকা।
চাঁদ দেখা সাপেক্ষে জিলহজ্ব মাসের ৯ তারিখ (২৮ জুন) হজ -২০২৩ অনুষ্ঠিত হবে।
গত ৯ জানুয়ারি হজ নিয়ে সৌদি আরবের সঙ্গে চুক্তি করে সরকার। চুক্তি অনুযায়ী সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার এবং বেরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ১২ হাজার ১৯৮ জন হজে যেতে পারবেন। বিমান বাংলাদেশ এয়ারলাইনস ৫০ শতাংশ এবং সৌদিয়া এয়ারলাইনস ৫০ শতাংশ বহন করবে।
হাব সভাপতি বলেন, বেসরকারি ব্যবস্থাপনায় প্রত্যেক হজযাত্রীকে হজ প্যাকেজের সব টাকা ১৫ মার্চের মধ্যে সংশ্লিষ্ট এজেন্সির একাউন্টে বা নগদ দিলে পাকা মানি রিসিট নিয়ে পরিশোধের আহ্বান জানান তিনি।
এদিকে, মহামারির সময় হজযাত্রীদের যে বয়সসীমা ছিল তা তুলে নিয়েছে সৌদি সরকার, যার ফলে ৬৫ বছরের বেশি বয়সীদের গুরুত্বপূর্ণ হজে যাওয়ার পথ সুগম রয়েছে।
রুট টু মক্কা ইনিশিয়েটিভ চুক্তি অনুযায়ী সব হজযাত্রী ঢাকায় তাদের প্রাক-আগমন ইমিগ্রেশন শেষ করবেন।
কোভিড-১৯ ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে সৌদি কর্তৃপক্ষ হজের সংখ্যা নিয়ে সিদ্ধান্ত নিতে পারে।
এ বছর ৭০ শতাংশ বাংলাদেশি হজযাত্রী জেদ্দা বিমানবন্দর হয়ে বাকি ৩০ শতাংশ মদিনা বিমানবন্দর দিয়ে যাবেন।
Posted ১২:২০ পিএম | বৃহস্পতিবার, ০২ ফেব্রুয়ারি ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।