| বৃহস্পতিবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৩ | প্রিন্ট | 22 বার পঠিত
নিউইয়র্ক পুলিশ বিভাগের ক্যাপ্টেন পদে পদোন্নতি পেয়েছেন আমেরিকান বাংলাদেশী বংশোদ্ভূত ফেনীর সাইফুল। বর্তমানে তিনি ডিটেক্টিভ বরো ব্রুকলীন সাউথ ভায়োলেন্ট ক্রাইম স্কোয়াডে কর্মরত আছেন। গত ২৭ জানুয়ারী (শুক্রবার) তিনি পদন্নতি লাভ করেন।
ক্যাপ্টেন সাইফুল ইসলামের বাবা রফিকুল ইসলাম, মাতা হাজেরা ইসলাম ১৯৮৬ সালে আমেরিকায় আসেন। পরের বছর মা-বাবার কোল আলোকিত করে জন্ম নেয় সাইফুল। ৫ ভাই ৪ বোনের মধ্যে সাইফুল ইসলাম সবার ছোট। স্কুলে পড়াশুনার সময়ে তার স্বপ্ন জাগে বড় হয়ে একদিন পুলিশ অফিসার হবেন। লেখা-পড়া শেষে ২০০৮ সালে যোগ দেন নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টে। একজন চৌকস পুলিশ অফিসার হিসাবে সাহসি ও দাপ্তরিক কর্মকান্ডে ব্যাপক পরিচিতি লাভ করে। কয়েকদফা পদোন্নতি শেষে শুক্রবার ক্যাপ্টেন পদে পদায়িত হন। তার সহোদর বড় ভাই ফখরুল ইসলাম এনওয়াইপিডির লেফট্যানেন্ট পদে কর্মরত। তাদের বাড়ী ফেনী জেলার সোনাগাজী উপজেলার ওলামা বাজার গ্রামে। তাদের ভগ্নিপতি আনোয়ার হোসাইন একই ডিপাটমেন্টের ট্রাফিক সুপারভাইজার হিসাবে দায়িত্ব পালন করছেন। তারা দেশবাসী, আত্বীয়-স্বজন, বন্ধু-বান্ধব সকলের দোয়া কামনা করেন।
পদোন্নতি অনুষ্ঠানে বাংলাদেশী আমেরিকান পুলিশ এসোসিয়েশনের পক্ষ থেকে ট্রাস্টি অফিসার জসিম মিয়া এবং অফিসার রিপন ইসলাম উপস্থিত ছিলেন। এদিকে বাপা’র প্রেসিডেন্ট ক্যাপ্টেন কারাম চৌধুরী এবং সেক্রেটারী লেফটেন্যান্ট একেএম আলম অভিনন্দন জানিয়েছেন। এছাড়া সংগঠনটি প্রথম ভাইস-প্রেসিডেন্ট সার্জেন্ট এরশাদ সিদ্দিকী জানান ক্যাপ্টেন পদে আমাদের বাংলাদেশী আমেরিকান ৫ জন এ পর্যন্ত পদোন্নতি পেলেন।
উল্লেখ্য, এনওয়াইপিডি এখন বাংলাদেশী-আমেরিকানদের কাছে আকর্ষণীয় পেশায় পরিণত হয়েছে। বাপা’র প্রতিষ্ঠাতা সভাপতি লেফটেনান্ট সাইদ সুমন জানান, বর্তমানে আনুমানিক ১৪৫০ জন বাংলাদেশী এনওয়াইপিডির বিভিন্ন বিভাগে দায়িত্ব পালন করছেন। যাদের মধ্যে ১ জন ডেপুটি ইন্সপেক্টর, ৪জন ক্যাপ্টেন, ১জন লেফটেন্যান্ট কমান্ডার, ৯জন লেফটেন্যান্ট, কয়েক ডজন সার্জেন্ট, ডিটেক্টিভ এবং আনুমানিক পুলিশ অফিসার সহ ৫০০ জন ইউনিফর্ম অফিসার রয়েছেন। এছাড়াও এনওয়াইপিডিতে প্রায় ১,১০০ বাংলাদেশী সিভিলিয়ান লোক নিযুক্ত রয়েছেন তারা স্কুল সেফটি এজেন্ট, ট্রাফিক এজেন্ট, পুলিশ এডমেনিস্ট্রেটিভ, স্কুল ক্রসসিং গার্ড হিসাবে কর্মরত এবং সফলতার সাথে দায়িত্ব পালন করছেন।
Posted ২:০২ এএম | বৃহস্পতিবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।