প্যানডেমিককালে অতিরিক্ত চাইল্ড ট্যাক্স ক্রেডিট স্বল্প ও নিম্ন আয়ের পরিবারের জন্য বাড়তি আশীর্বাদ হয়ে এসেছিল। কিন্তু পরে আর তা অব্যাহত রাখা হয়নি। ইতিমধ্যেই নিউইয়র্ক স্টেট সিনেটর এ্যান্ড্রু গনার্ডেস আবারো এই বর্ধিত চাইল্ড ট্যাক্স ক্রেডিট চালুর লক্ষ্যে একটি বিল উত্থাপন করে স্টেট পর্যায়ে এই ক্রেডিট দেয়ার প্রস্তাব দিয়েছেন। ব্রুকলীন থেকে নির্বাচিত এই ডেমোক্রেটিক সিনেটর প্রস্তাব করেছেন স্বল্প ও নিম্ন আয়ের পরিবারগুলোকে চাইল্ড ট্যাক্স বাবদ মাসে মাসে ১,০০০ ডলার প্রদানের। বিলটি পাশে প্রাণ সঞ্চারের জন্য গত বৃহস্পতিবার নিউইয়র্ক সিটি হলের সামনের পার্কে র্যালি করা হয়।
র্যালিতে সিনেটর গনার্ডেস বলেন, দুই দশক আগে নিউইয়র্ক ছিল আমেরিকার প্রথম স্টেট যেখানে চাইল্ড ট্যাক্স ক্রেডিট চালু করা হয়। কিন্তু অনেক দরিদ্র পরিবারকে এই কর্মসূচীর অন্তর্ভুক্ত করা হয়নি। তারপর তা আর চালু রাখা হয়নি। তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে বলেন, এই স্টেটের নিম্ন আয়ের মানুষদের এই দুঃসময়ে আর্থিক দুর্দশার কথা ভেবে আমাদের উচিত এই বিল পাশ করা।
সিনেটর গনার্ডেস বলেন, গত মাসে তার উত্থাপিত বিলটিতে কয়েক ডজন সিনেটরের সমর্থন রয়েছে।
তার বিলের মূল প্রতিপাদ্য হলোঃ
- এমপায়ার স্টেট চাইল্ড ট্যাক্স ক্রেডিট ও আর্নড ইনকাম ট্যাক্স ক্রেডিট মিলিয়ে একটি মাত্র ট্যাক্স ক্রেডিটে রূপান্তর করতে হবে অর্থের অংক বাড়িয়ে।
- যেসব পরিবারে ৩ বছর ও এর কমবয়সী শিশু আছে তাদের বর্ধিত ট্যাক্স ক্রেডিট দিতে হবে।
- ইমিগ্রেশন স্ট্যাটাস নির্বিশেষে সকল স্বল্প আয়ের পরিবারকে এই ট্যাক্স ক্রেডিট দিতে হবে।
উল্লেখ্য, ২০২১ সালে প্রেসিডেন্ট জো বাইডেন যখন ফেডারেল চাইল্ড ট্যাক্স ক্রেডিট চালু করেন, তখন নিউইয়র্ক সিটির ১২০,০০০ পরিবার এই বেনিফিট পায়।