| মঙ্গলবার, ১৭ জানুয়ারি ২০২৩ | প্রিন্ট | 28 বার পঠিত
নেপালের পোখারায় উড়োজাহাজ বিধ্বস্তের পর এখনো উদ্ধারকাজ চলছে। এ পর্যন্ত ঘটনাস্থল থেকে ৭০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছে আরও দু’জন। তাদের সন্ধান চলছে। মঙ্গলবার ও উদ্ধার অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে নেপাল পুলিশ।
গত রোববার সকালে ৭২ জন আরোহী নিয়ে ইয়েতি এয়ারলাইনসের একটি উড়োজাহাজ নেপালের পর্যটন নগরী পোখারায় বিদ্ধস্ত হয়। রাজধানী কাঠমুন্ডু থেকে ছেড়ে আসা উড়োজাহাজটিতে ১৫ জন বিদেশিসহ ৬৮ যাত্রী ও ৪ জন ক্রু ছিলেন।
স্থানীয় কর্মকর্তা অনিল কুমার শাহি বলেন, পরিচয় শনাক্ত হওয়া মরদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে। বাকী মরদেহগুলোর পরিচয় এখনো শনাক্ত করা যায়নি, সেগুলো রাজধানী কাঠমান্ডুতে পাঠানো হবে।
উড়োজাহাজটির উদ্ধার হওয়া ‘ব্ল্যাকবক্স’ ইতিমধ্যে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করেছে নেপাল সেনাবাহিনী। ‘ব্ল্যাকবক্সে’ একটি উড়োজাহাজের সব ক্রিয়াকলাপের তথ্য নথিভুক্ত হয়।
Posted ৮:৫৪ এএম | মঙ্গলবার, ১৭ জানুয়ারি ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।