বুধবার ১২ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

নিউইয়র্ক মেডিকেইড, চাইল্ড হেলথ প্লাস ও এসেনশিয়াল প্ল্যানে পরিবর্তন আসছে

  |   মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   17 বার পঠিত

নিউইয়র্ক মেডিকেইড, চাইল্ড হেলথ প্লাস ও এসেনশিয়াল প্ল্যানে পরিবর্তন আসছে

নিউইয়র্ক হেলথ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে মেডিকেইড, চাইল্ড হেলথ প্লাস ও এসেনশিয়াল প্ল্যানে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসছে।
করোনা শুরুর পর থেকে নিউইয়র্কের বাসিন্দাদের যেভাবে স্বাস্থ্যসেবা দেওয়া হয়েছে বা তারা হেলথ ইন্স্যুরেন্স পেয়েছেন, এই পরিবর্তনের ফলে সেভাবে অটোমেটিক্যালি রিনিউ না-ও হতে পারে। যাদের ইন্স্যুরেন্স আপনাআপনি নবায়ন হবে না, তারা আগামী দিনে এখনকার মতো স্বাস্থ্যসেবা না-ও পেতে পারেন। কারণ করোনার কারণে সবাই যাতে স্বাস্থ্যসেবা পান, এ জন্য এত দিন অটোমেটিক্যালি হেলথ ইন্স্যুরেন্স রিনিউ করা হয়েছে। আগের মতো আয়-সংক্রান্ত তথ্যসহ আবার সবকিছু পর্যালোচনা করে সিদ্ধান্ত নিয়ে এরপর সেটি নবায়ন করা হতে পারে। এ জন্য যারা এসব ক্যাটাগরির হেলথ ইন্স্যুরেন্সে রয়েছেন, তাদেরকে আগেভাগেই প্রস্তুতি রাখতে হবে, যাতে যখন হেলথ ইন্স্যুরেন্স রিনিউ করার প্রয়োজন হবে, তখন তা করতে পারেন। এ জন্য আয়ের প্রয়োজনীয় ডকুমেন্টও সংগ্রহে রাখতে হবে। নিউইয়র্ক স্টেট অব হেলথ থেকে বলা হচ্ছে, রিনিউ করার বিষয়ে তথ্য জানতে টেক্সট সতর্কতার জন্য সাইন আপ করা প্রয়োজন। এর মাধ্যমে নিউইয়র্ক স্টেট অব হেলথ থেকে টেক্সট সতর্কতা পাওয়ার জন্য সাইন আপ করা, যাতে কখন বিমা রিনিউ করতে হবে, সেই তথ্যসহ গুরুত্বপূর্ণ স্বাস্থ্যবিমার আপডেট পেতে পারেন। এ ছাড়া বিস্তারিত জানার জন্য এসএমএস/এমএসএম টেক্সট বার্তা সংক্রান্ত গোপনীয়তা নীতি, এসএমএস/এমএমএস টেক্সট বার্তা সংক্রান্ত সম্মতি এবং পরিষেবার শর্তাবলি রয়েছে। ইন্স্যুরেন্সকারীর ঠিকানা হালনাগাদ আছে কি না তা নিশ্চিত করতে হবে। তথ্য আপডেট করার জন্য নিউইয়র্ক স্টেট অব হেলথকে কল করতে হবে। এ জন্য ১-৮৫৫-৩৫৫-৫৭৭৭ (TTY: ১-৮০০-৬৬২-১২২০) নম্বরে, nystateofhealth.ny.gov, বা একজন নথিভুক্তকরণের সহায়তাকারীর সঙ্গে যোগাযোগ করারও সুযোগ রয়েছে।

Facebook Comments Box

Posted ১:০৫ এএম | মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৩

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।