| বৃহস্পতিবার, ০৯ মার্চ ২০২৩ | প্রিন্ট | 29 বার পঠিত
নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে অভিষিক্ত হয়েছেন গ্রেটার খুলনা সোসাইটি অব ইউএসএ’র নতুন কমিটির কর্মকর্তবৃন্দ। আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে গত ২২ ফেব্রুয়ারী বুধবার রাতে উডসাইডের কুইন্স প্যালেসে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নতুন কর্মকর্তাদের শপথ ছাড়াও ছিলো শুভেচ্ছা বক্তব্য আর সাংস্কৃতিক পরিবেশনা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আব্দুর রব মিয়া, জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের ডিফেন্স এডভাইজার ব্রিগেডিয়ার জেনারেল সাদেক, বাংলাদেশ সেনা বাহিনীর অবসরপ্রাপ্ত কর্ণেল ফরিদুল আকবর, ফোবানা স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান গিয়াস আহমেদ ও সেক্রেটারী শাহ নেওয়াজ, ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লীডার এট লার্জ এটর্নী মঈন চৌধুরী, বাংলাদেশ সোসাইটির সিনিয়ার সহ সভাপতি মহিউদ্দীন দেওয়ান, সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী, আয়োজক সংগঠনের উপদেষ্টা নিউইয়র্ক সিটির অক্সিলারী পুলিশের ল্যাফটেনেন্ট সৈয়দ এনায়েত আলী, উপদেষ্টা পারভীন সুলতানা রত্না, কুইন্স বাংলাদেশ সোসাইটির সহ সভাপতি কাজী তোফায়েল ইসলাম, সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম ভূঁইয়া রুমি।
অনুষ্ঠানে নতুন কমিটির কর্মকর্তাদের শপথ বাক্য পাঠ করান সংগঠনের প্রধান উপদেষ্টা ডা. খন্দকার মাসুদুর রহমান। অভিষিক্তরা হলেন: সভাপতি- ওয়াহিদ কাজী এলিন, সিনিয়র সহ সভাপতি- শেখ মো. নওশাদ আক্তার, সহ সভাপতি- শেখ হাসান আলী ও ইসমত জাহান পলি, সাধারণ সম্পাদক- শেখ মোহাম্মদ আল আমিন, সহ সাধারণ সম্পাদক- শেখ কামাল হোসেন, কোষাধ্যক্ষ- শেখ আনোয়ার হোসেন, সমাজকল্যাণ সম্পাদক- শেখ সেকেন্দার আলী, সাংগঠনিক সম্পাদক- হাওলাদার শাহিনুল ইসলাম, প্রচার ও দপ্তর সম্পাদক- মোহাম্মদ মাহবুবুর রহমান, ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক- মোহাম্মদ শাহিনুল হোসেন, সাংস্কৃতিক সম্পাদক- মোহাম্মদ আনোয়ারুল হক, মহিলা বিষয়ক সম্পাদক- ইসমত জাহান পপি, কার্যকরী সদস্য যথাক্রমে মুরারী মোহন দাস, শেখ ফারুকুল ইসলাম, সরদার মুনির হোসেন, বিলকিস ফাতিমা লাভলী, শেখ মোহাম্মদ সবুর এবং মোহাম্মদ ঈদ ই আমিন।
অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে অভিষেক কমিটির আহবায়ক শেখ ফারুকুল ইসলাম ও মহিলা বিষয়ক সম্পাদক ইসমত জাহান পপির যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বাংলাদেশ সেনা বাহিনীর প্রধান জেনারেল শফি উদ্দিন আহমেদে ছোট বোন নাজরিন রফিক ও স্বপ্না আকতার, বাংলাদেশ সোসাইটির সাংস্কৃতিক সম্পাদক ডা. শাহনাজ লিপি, ক্যাডেট কলেজ ক্লাব এনএ’র সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, শো টাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান আলম, কমিউনিটি অ্যাক্টিভিষ্ট আহসান হাবিব প্রমুখ সহ গ্রেটার খুলনরা প্রবাসী বাংলাদেশীরা সপরিবারে উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা ঐক্যবদ্ধভাবে কাজ করে গ্রেটার খুলনা সোসাইটি অব ইউএসএকে এগিয়ে নেয়ার জন্য নব নির্বাচিত কর্মকর্তাদের প্রতি আহবান জানান।
সভাপতি ওয়াহিদ কাজী এলিন ও সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ আল আমিন শপথ নেয়ার পর তাদের শুভেচ্ছা বক্তব্যে গ্রেটার খুলনাবাসীর স্বার্থ রক্ষায় কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে সবার সহযোগিতা কামনা করেন।
বিদায়ী সভাপতি মুরারী মোহন দাস এবং সাধারণ সম্পাদক সরদার মুনির হোসেন নতুন কার্যকরী কমিটিকে অভিনন্দন জানিয়ে বৃহত্তর খুলনাবাসীর কল্যাণে তাদের আরো বড় ভূমিকা প্রত্যাশা করেন।
অনুষ্ঠানের সবশেষে ছিলো মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। এতে প্রবাসের জনপ্রিয় শিল্পী শাহ মাহবুব ছাড়াও ডা. শাহনাজ লিপি, সেলিম ইব্রাহীম, বাপ্পি সোম, মোহাম্মদ আনোয়ারুল হক প্রমুখ সঙ্গীত পরিবশেন করেন। শিল্পীরা একের পর এক সঙ্গীত পরিবেশন করে গভীর রাত পর্যন্ত দর্শকদের মাতিয়ে রাখেন।
Posted ১২:২৬ এএম | বৃহস্পতিবার, ০৯ মার্চ ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।