| শনিবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৩ | প্রিন্ট | 16 বার পঠিত
নিউইয়র্কের ব্রঙ্কসে হেইটক্রাইমের শিকার হয়েছেন বাংলাদেশ কমিউনিটি অব ব্রাজিলের সাবেক সভাপতি বাংলাদেশি সদরুল ইসলাম চৌধুরী। হামলার পর পুলিশ রিপোর্ট করায় হামলাকারীরা তাকে হুমকি দিয়েছেন। এ ঘটনায় তিনি আবারো পুলিশকে জানিয়েছেন।
সদরুল ইসলাম চৌধুরী জানান, তিনি গত ১৫ ফেব্রুয়ারি বুধবার বিকাল ৪টার দিকে ব্রঙ্কসের জেরম অ্যাভিনিউ এবং ইস্ট ২১২ স্ট্রিটের ফ্যামিলি ডলারে যান। নিত্যপ্রয়োজনীয় জিনিস কেনার সময় একজন কৃষ্ণাঙ্গ তাকে ভারতীয় বলে গালিগালাজ করে এবং একপর্যায়ে এলোপাতাড়ি ঘুষি মেরে রক্তাক্ত করে। এ বিষয়ে স্থানীয় প্রিসিঙ্কটে অভিযোগ করলেও হামলাকারী এখনো ধরা পড়েনি। ঘটনার দুই দিন পর হামলাকারীর সঙ্গে নিজ এলাকায় আবারো দেখা হলে পুলিশে অভিযোগ দেয়ার কারণে তাকে হত্যা করার হুমকি দেওয়া হয়। এ কারণে তিনি পুনরায় পুলিশের শরণাপন্ন হন।
Posted ১২:৪২ এএম | শনিবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।