একাডেমি অব মোশন পিকচার্স আর্টস অ্যান্ড সায়েন্সের সাবেক সভাপতি ও অস্কারজয়ী প্রযোজক ওয়াল্টার মিরিশ মারা গেছেন। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) মৃত্যুবরণ করেন এই প্রবীণ প্রযোজক ও মিডিয়া ব্যক্তিত্ব। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০১ বছর। ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে বার্ধক্যজনিত অসুস্থতায় মৃত্যু হয়েছে তার।
মিরিশ ১৯২১ সালে নিউ ইয়র্কে জন্মগ্রহণ করেছিলেন। ম্যাডিসন-উইসকনসিন বিশ্ববিদ্যালয় এবং হার্ভার্ড বিজনেস স্কুলে অধ্যয়ন করার আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় একটি বোমারু বিমান প্রস্তুতকারক সংস্থায় কাজ করেছিলেন তিনি। অস্কারের সাবেক সভাপতি হওয়ার পাশাপাশি প্রডিউসার গিল্ড অ্যাওয়ার্ডসহ মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ডগুলোর পৃষ্ঠপোষক ও নির্দেশক হিসেবে কাজ করেছেন মিরিশ।
মিরিশ একাডেমির সভাপতি হিসেবে ১৯৭৩ থেকে ১৯৭৭ সাল পর্যন্ত চারটি মেয়াদে এবং একাডেমির গভর্নর হিসেবে ১৫ বছর দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া একজন প্রযোজক হিসেবে তিনি ‘দ্য অ্যাপার্টমেন্ট’, ‘ওয়েস্ট সাইড স্টোরি’, ‘ইন দ্য হিট অব দ্য নাইট’-এর মতো কালজয়ী ক্লাসিক সিনেমা তৈরি করেছেন। ‘ইন দ্য হিট অব দ্য নাইট’-এর জন্য অস্কার জয় করেন তিনি। এ ছাড়া ‘দ্য গ্রেট এসকেপ’, ‘দ্য পিংক প্যানথার’, ‘দ্য থমাস ক্রাউন অ্যাফেয়ার’-এর মতো সিনেমাও প্রযোজনা করেছেন মিরিশ।