বৃহস্পতিবার ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

চলে গেলেন অস্কারজয়ী প্রযোজক ওয়াল্টার মিরিশ

  |   রবিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   100 বার পঠিত

চলে গেলেন অস্কারজয়ী প্রযোজক ওয়াল্টার মিরিশ
ইউএস-ভিত্তিক মিডিয়া হাউস ভ্যারাইটি অনুসারে শনিবার বিকেলে একাডেমির এক বিবৃতিতে মিরিশের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

একাডেমি অব মোশন পিকচার্স আর্টস অ্যান্ড সায়েন্সের সাবেক সভাপতি ও অস্কারজয়ী প্রযোজক ওয়াল্টার মিরিশ মারা গেছেন। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) মৃত্যুবরণ করেন এই প্রবীণ প্রযোজক ও মিডিয়া ব্যক্তিত্ব। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০১ বছর। ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে বার্ধক্যজনিত অসুস্থতায় মৃত্যু হয়েছে তার।

একাডেমির প্রধান নির্বাহী কর্মকর্তা বিল ক্রেমার এবং একাডেমির প্রেসিডেন্ট জ্যানেট ইয়াং এক বিবৃতিতে বলেছেন, ‘একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের সাবেক সভাপতি ও নির্দেশক ওয়াল্টারের মৃত্যুর কথা শুনে গভীরভাবে শোকাহত। ওয়াল্টার একজন সত্যিকারের স্বপ্নদর্শী, একজন প্রযোজক এবং একজন শিল্পনেতা ছিলেন। চলচ্চিত্র সম্প্রদায় এবং একাডেমির ওপর শক্তিশালী প্রভাব ছিল তার। আমাদের প্রধান হিসেবে এবং একাডেমির গভর্নর হিসেবে বহু বছর ধরে কাজ করেছেন তিনি। চলচ্চিত্র নির্মাণ এবং একাডেমির প্রতি তার আবেগ কখনোই ক্ষুণ্ণ হয়নি এবং তিনি একজন প্রিয় বন্ধু এবং উপদেষ্টা ছিলেন। এই কঠিন সময়ে তার পরিবারকে এই কঠিন সময়ে আমাদের ভালোবাসা এবং সমর্থন জানাচ্ছি।’

মিরিশ ১৯২১ সালে নিউ ইয়র্কে জন্মগ্রহণ করেছিলেন। ম্যাডিসন-উইসকনসিন বিশ্ববিদ্যালয় এবং হার্ভার্ড বিজনেস স্কুলে অধ্যয়ন করার আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় একটি বোমারু বিমান প্রস্তুতকারক সংস্থায় কাজ করেছিলেন তিনি। অস্কারের সাবেক সভাপতি হওয়ার পাশাপাশি প্রডিউসার গিল্ড অ্যাওয়ার্ডসহ মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ডগুলোর পৃষ্ঠপোষক ও নির্দেশক হিসেবে কাজ করেছেন মিরিশ।

মিরিশ একাডেমির সভাপতি হিসেবে ১৯৭৩ থেকে ১৯৭৭ সাল পর্যন্ত চারটি মেয়াদে এবং একাডেমির গভর্নর হিসেবে ১৫ বছর দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া একজন প্রযোজক হিসেবে তিনি ‘দ্য অ্যাপার্টমেন্ট’, ‘ওয়েস্ট সাইড স্টোরি’, ‘ইন দ্য হিট অব দ্য নাইট’-এর মতো কালজয়ী ক্লাসিক সিনেমা তৈরি করেছেন। ‘ইন দ্য হিট অব দ্য নাইট’-এর জন্য অস্কার জয় করেন তিনি। এ ছাড়া ‘দ্য গ্রেট এসকেপ’, ‘দ্য পিংক প্যানথার’, ‘দ্য থমাস ক্রাউন অ্যাফেয়ার’-এর মতো সিনেমাও প্রযোজনা করেছেন মিরিশ।

ব্যক্তিজীবনে তিনি ১৯৪৫ সালে প্যাট্রিসিয়াকে বিয়ে করেছিলেন। ২০০৫ সালে স্ত্রীর মৃত্যুর আগ পর্যন্ত তারা সুখী দাম্পত্যজীবন কাটিয়েছেন। মৃত্যুকালে মিরিশ তার তিন সন্তান অ্যান, অ্যান্ড্রু, লরেন্সসহ তার নাতি-নাতনিদের রেখে গেছেন।

Facebook Comments Box

Posted ৯:১৪ এএম | রবিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৩

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।