মঙ্গলবার ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

খেরসনে কারফিউ জারি করলো রাশিয়া

  |   শুক্রবার, ০৪ নভেম্বর ২০২২   |   প্রিন্ট   |   148 বার পঠিত

ইউক্রেনের দক্ষিণাঞ্চলে রাশিয়ার দখলকৃত খেরসন অঞ্চলে ২৪ ঘণ্টার কারফিউ জারি করেছেন অঞ্চলটির মস্কো মনোনীত ডেপুটি গভর্নর। টেলিগ্রামে প্রকাশিত এক ভিডিও বার্তায় কারফিউ জারির এই ঘোষণা দেন ডেপুটি গভর্নর কিরিল স্ট্রেমোসভ। শুক্রবার ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।

ইউক্রেনীয় পাল্টা আক্রমণ মোকাবিলায় প্রস্তুতি নেওয়ার জন্য এই কারফিউ জারি আবশ্যক ছিল বলে উল্লেখ করেছেন কিরিল স্ট্রেমোসভ। তিনি ইউক্রেনীয় সেনাবাহিনীর পাল্টা আক্রমণকে সন্ত্রাসী হামলা হিসেবে উল্লেখ করেছেন।

ভিডিও বার্তায় আবারও খেরসন শহর ছাড়ার জন্য বেসামরিকদের প্রতি আহ্বান পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, ইউক্রেনীয় সেনাদের একটি কলামকে যুদ্ধক্ষেত্রে সম্মুখভাগে শনাক্ত করা হয়েছে এবং একটি হামলার আশঙ্কা রয়েছে।

সেপ্টেম্বরে যে চারটি ইউক্রেনীয় ভূখণ্ডকে নিজেদের ভূখণ্ড বলে ঘোষণা করে খেরসন সেগুলোর একটি। ইউক্রেনে চলমান যুদ্ধে রাশিয়ার দখল করা একমাত্র প্রাদেশিক রাজধানী ও বৃহত্তম ভূখণ্ড হলো খেরসন।

শুক্রবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও খেরসন থেকে বেসামরিকদের সরিয়ে নেওয়ার পদক্ষেপের প্রতি সমর্থন জানিয়েছেন। তিনি বলেছেন, সবচেয়ে বিপজ্জনক পদক্ষেপের অঞ্চলগুলো থেকে খেরসনের বাসিন্দাদের অবশ্যই এখন সরিয়ে নিতে হবে। কারণ বেসামরিকদের দুর্ভোগে পড়া উচিত না।

এর আগে বৃহস্পতিবার রাশিয়া মনোনীত স্থানীয় এক কর্মকর্তা ইঙ্গিত দিয়েছেন, রুশ সেনারা ইউক্রেনের দখলকৃত খেরসনে ডিনিপ্রো নদীর পশ্চিম তীর থেকে পিছু হটতে পারে। যদি নিশ্চিত হয় তাহলে তা হবে খেরসনে রাশিয়ার বড় ধরনের পিছু হটা। এমনকি তা যুদ্ধের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো তাৎপর্যপূর্ণও হতে পারে। তবে রাশিয়ার পিছু হটার ইঙ্গিতেও সতর্ক কিয়েভ।

Facebook Comments Box

Posted ৫:৫৫ পিএম | শুক্রবার, ০৪ নভেম্বর ২০২২

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।