শনিবার ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

কানাডার সাস্কাটুনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

  |   বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   15 বার পঠিত

কানাডার সাস্কাটুনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

কানাডার সাস্কাচুয়ান প্রদেশের সাস্কাটুনে বাংলাদেশি কমিউনিটি এ্যসোসিয়েশন অব সাস্কাচুয়ান’র উদ্যোগে যথাযথ ভাবগাম্ভীর্য ও উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে পালিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

বাংলাদেশ এবং কানাডার জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। বাংলাদেশি কমিউনিটি এ্যসোসিয়েশন অব সাস্কাচুয়ান’র সভাপতি মোহাম্মদ আজাদের সভাপতিত্বে এবং সঞ্চালনায় বক্তব্য রাখেন সাস্কাটুনের স্থানীয় এমপি ব্রড রোডেকপ, সাস্কাটুনের মেয়র চার্লী ক্লার্ক, স্থানীয় কাউন্সিলার ডেভিড কির্টন এবং হিলারী গফ, ড. আরিফ ওয়াহিদ খান, ড. চঞ্চল রায়, ভিকারুন্নেসা কলি এবং সৌভিক উকিল।
স্থানীয় মেয়র এবং এমপি তাদের বক্তব্যে বলেন, সাস্কাটুনে সড়কের অথবা পার্কের নামকরন, স্থায়ী শহীদ মিনার নির্মান এবং বাংলাদেশ সেন্টার প্রতিষ্ঠা করনের ব্যাপারে আমাদের কার্যক্রম এগিয়ে যাচ্ছে, অতি দ্রুত আমরা এ বিষয়ে সকলকে ভাল সংবাদ দিতে পারবো বলে আশা করছি।

এরপর জাতীয় পতাকা উত্তোলন এবং অর্ধনমিত রাখা হয়। উপস্থিত অতিথিদের নিয়ে প্রবাসী বাংলাদেশীরা প্রভাতফেরি শেষে সাস্কাটুনের অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

প্রচন্ড বৈরী আবহাওয়া উপেক্ষা করে শহিদদের শ্রদ্ধা জানাতে আসা উপস্থিত সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি টানেন সভাপতি মোহাম্মদ আজাদ।

Facebook Comments Box

Posted ৬:৫৩ এএম | বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৩

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।