| শনিবার, ০৪ মার্চ ২০২৩ | প্রিন্ট | 39 বার পঠিত
করোনা সংক্রমণের প্রভাব কমে এলেও কলকাতায় নতুন করে আতঙ্কের সৃষ্টি করেছে অ্যাডিনো ভাইরাস।এই অ্যাডিনো ভাইরাস সংক্রমণের সঙ্গে যুক্ত হয়েছে নিউমোনিয়া। ফলে অ্যাডিনোভাইরাস এবং নিউমোনিয়ার জোড়া সংক্রমণের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে কলকাতাজুড়ে।
গত ২৪ ঘন্টায় এই ভাইরাসে আক্রান্ত হয়ে ৬ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্য দিয়ে গত জানুয়ারি থেকে গতকাল শুক্রবার পর্যন্ত অ্যাডিনো ভাইরাসের সংক্রমণে কলকাতায় মোট ৫৮ শিশুর মৃত্যু হয়েছে।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, বেশকিছু রাজ্যের স্বাস্থ্য বিভাগ এখনও মৃতের সংখ্যা প্রকাশ করেনি, তবে ধারণা করা হচ্ছে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রায় ১২০০ শিশু বর্তমানে বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে।
চিকিৎসকরা জানায়, এবারের অ্যাডিনো ভাইরাসে শিশুদের উপরে ক্ষতিকর প্রভাব বেশি দেখা যাচ্ছে। অ্যাডিনো ভাইরাস অনেক শিশুর ক্ষেত্রেই নিউমোনিয়ার মতো হয়ে যাচ্ছে। অনেকের ভাইরাস থেকে মুক্তি পাবার পরেও দীর্ঘ দিন ধরে শ্বাসকষ্টের মতো সমস্যা থাকছে যা চিকিৎসকদের কিছুটা হলেও উদ্বিগ্ন করছে।
অ্যাডিনো ভাইরাস সংক্রমণের লক্ষণ হলো শিশুর জ্বর, সর্দি-কাশি, বমি ইত্যাদি। এই রোগের শিকার হয়ে এখন বহু শিশুর পরিবার ছুটছে বড় হাসপাতালের দিকে। বেশি ভিড় জমছে কলকাতার বেলেঘাটার আইডি হাসপাতাল, মানিক তলার বিসি রায় শিশু হাসপাতাল এবং কলকাতার মেডিকেল কলেজ হাসপাতালে।
গত বুধবার সকালে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য সচিব বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করে এই রোগ মোকাবিলার জন্য নির্দেশ দিয়েছেন। জারি করা হয়েছে ১০ দফা পরামর্শ।
এই রোগ মোকাবিলায় রাজ্য সরকার বিসি রায় শিশু হাসপাতালে ৭২ এবং বেলেঘাটার আইডি হাসপাতালে ৫০টি অতিরিক্ত শয্যা বাড়ানোর নির্দেশ দিয়েছে। একই সঙ্গে কলকাতার বড় বড় হাসপাতালগুলোকে শিশুদের চিকিৎসায় পর্যাপ্ত ওষুধ ও সরঞ্জাম মজুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, অ্যাডিনো ভাইরাসের সংক্রমণে ভয়ের কিছু নেই। প্রয়োজনীয় চিকিৎসার পর্যাপ্ত ব্যবস্থা রাখা হয়েছে। প্রস্তুত আছে আরও ৫ হাজার শয্যা। রয়েছেন ৬০০ শিশুরোগ বিশেষজ্ঞ।
Posted ৩:৪৯ এএম | শনিবার, ০৪ মার্চ ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।