| শনিবার, ১১ ফেব্রুয়ারি ২০২৩ | প্রিন্ট | 19 বার পঠিত
সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে বিএনপি আজ শনিবার দেশের সব ইউনিয়নে পদযাত্রার কর্মসূচি পালন করবে। অন্যদিকে, ক্ষমতাসীন দল আওয়ামী লীগও সারা দেশের ইউনিয়ন পর্যায়ে শান্তি সমাবেশের ব্যানারে মাঠে থাকবে। ইউনিয়ন পর্যায়ের এই কর্মসূচিতে আওয়ামী লীগ ও বিএনপির কেন্দ্রীয় এবং জেলার নেতারা উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে। আর ইউনিয়নে ইউনিয়নে আওয়ামী লীগের ’শান্তি সমাবেশ’ সফল করতেও ৪০টি জেলায় ৫৩ জন কেন্দ্রীয় নেতা দায়িত্ব পালন করছেন। তাদের পাশাপাশি স্থানীয় সংসদ সদস্যরাও এই শান্তি সমাবেশে নেতৃত্ব দেবেন।
বিএনপির কেন্দ্রীয় নেতারা বলছেন, আওয়ামী লীগের পাল্টা কর্মসূচির কারণে গ্রামপর্যায়ে বিএনপির নেতা-কর্মীদের মধ্যে নানা শঙ্কা কাজ করছে। এরপরও তাঁরা ইউনিয়নে ইউনিয়নে পদযাত্রা কর্মসূচি পালনের প্রস্তুতি নিয়েছেন।
সর্বস্তরের জনগণের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণে কর্মসূচি সফল করতে দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় থেকে জেলা পর্যায়ের বিএনপি নেতাদের নির্দেশনা দেয়া হয়েছে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স।
তিনি বলেন, ক্ষমতাসীন দল ও আইনশৃঙ্খলা বাহিনীর কোনো উসকানিমূলক কর্মকান্ডের জবাব না দিয়ে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করতে তারা দলীয় নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন।
বিএনপি নেতাকর্মীদের শান্তিপূর্ণ কর্মসূচি পালনে বাধা ও উস্কানি দেয়া থেকে বিরত থাকার জন্য সরকার ও ক্ষমতাসীন দলের প্রতি আহ্বান জানান প্রিন্স।
Posted ৫:৫০ এএম | শনিবার, ১১ ফেব্রুয়ারি ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।