আজ সকালের বিমানে সৌরভ ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামবেন। এরপর সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আইসিআইসিআই ব্যাংকের অনুষ্ঠান যোগ দেবেন।
তার আগে রাজধানীর ওয়েস্ট ইন হোটেলে বেলা তিনটায় ঢাকা উত্তর সিটি কেরপোরেশন মেয়র কাপের উদ্বোধন করবেন সৌরভ গাঙ্গুলী। আগামী মার্চ মাসের প্রথম সপ্তাহে শুরু হবে মেয়র কাপ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ আতিকুল ইসলাম।