| শুক্রবার, ০৩ মার্চ ২০২৩ | প্রিন্ট | 14 বার পঠিত
অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশ মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থীরা এক বর্ণাঢ্য মিলন মেলার আয়োজন করেছে। গত ১৮ ফেব্রুয়ারি সিডনির ক্যাসেলরাই কমিউনিটি হলে এই মিলন মেলায় অস্ট্রেলিয়ার প্রায় সবগুলো অঙ্গরাজ্য থেকে সাবেক শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলে এই মিলন মেলা। বাংলাদেশের জাতীয় সংগীত ও বেলুন উত্তোলনের মাধ্যমে মিলন মেলা শুরুর পর খেলাধুলা, স্যুভেনির মোড়ক উন্মোচন, কেক কাটা ও টি শার্ট বিতরণ করা হয়।
মধ্যাহ্ন ভোজনের পরে শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। কিছুক্ষণের জন্য সবাই ফিরে যায় মেডিকেল কলেজের সেই ফেলে আসা দিনগুলোতে। বিকেলে চা পর্বের পর ডা. ফাহিমা সাত্তার (বিএম ৩) আয়োজক গ্রুপের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতে এরকম আরো অনুষ্ঠান করার প্রত্যয় নিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
Posted ২:১৫ এএম | শুক্রবার, ০৩ মার্চ ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।