শনিবার ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

৪৩তম বিসিএসের ফল প্রকাশ

  |   মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   15 বার পঠিত

৪৩তম বিসিএসের ফল প্রকাশ

৪৩তম বিসিএসের ক্যাডার ও নন-ক্যাডারের ফলাফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিকেল ৪টা ৫০ মিনিটে এ ফল প্রকাশ করা হয়।

ঘোষিত ফলাফলে ২ হাজার ২১৮টি শূন্যপদের বিপরীতে ২ হাজার ১৬৩ জনকে নিয়োগের সুপারিশ করা হয়। এছাড়া নন-ক্যাডার পদে আরও ৬৪২ জনকে চূড়ান্ত নিয়োগেরও সুপারিশ করা হয়েছে।  
প্রশাসনে ৩০০ জন, পররাষ্ট্রে ২৫ জন, পুলিশে ১০০ জন, কর-এ ১০১ জন, কৃষিতে ২০০ জনসহ বিভিন্ন ক্যাডার পদে সুপারিশ করা হয়।

এছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের চাহিদা অনুযায়ী ৪০৪টি ক্যাডার পদ বাড়ানো হলেও সব পদে সুপারিশ করতে পারেনি পিএসসি। পদ-সংক্রান্ত জটিলতার কারণে দুই হাজার ১৬৩ জনকে সুপারিশ করা হয়েছে। ফলে ফাঁকা রয়েছে ৫৫টি পদ।

অন্যদিকে নন-ক্যাডার পদে ১ হাজার ৩৪২টি শূন্যপদে নিয়োগের জন্য পছন্দক্রম নিলেও যোগ্য প্রার্থী না পাওয়ায় মাত্র ৬৪২টি পদে নিয়োগের ‍সুপারিশ করা হয়েছে। ফলে ৭০০ পদ শূন্যই রয়েছে।

২০২১ সালের ২৯ অক্টোবর ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে অনুষ্ঠিত হয়। ২০২২ সালের ২০ জানুয়ারি প্রিলিমিনারির ফল প্রকাশ করা হয়।

 এতে উত্তীর্ণ হন ১৫ হাজার ২২৯ প্রার্থী। পরে জুলাইয়ে লিখিত পরীক্ষার কার্যক্রম শুরু করে পিএসসি। চলতি বছরের ৩ সেপ্টেম্বর থেকে শুরু হয় মৌখিক পরীক্ষা। 
Facebook Comments Box
বিষয় :

Posted ১২:২৫ পিএম | মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০২৩

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।