শুক্রবার ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

পল্লী বিদ্যুতায়ন বোর্ডে চাকরি, ৯ম-১৬তম গ্রেডে পদ ৪৯

  |   রবিবার, ১৫ অক্টোবর ২০২৩   |   প্রিন্ট   |   11 বার পঠিত

পল্লী বিদ্যুতায়ন বোর্ডে চাকরি, ৯ম-১৬তম গ্রেডে পদ ৪৯

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে। প্রতিষ্ঠানটি তাদের ৩ ক্যাটাগরির পদে ৯ম থেকে ১৬তম গ্রেডে ৪৯ জনকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করা যাবে আগামী ৫ নভেম্বর পর্যন্ত।

পদের নাম: সহকারী প্রকৌশলী
পদ সংখ্যা: ৩৭ টি।
শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত ইনস্টিটিউট হইতে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বা সিভিল ইঞ্জিনিয়ারিং এ স্নাতক ডিগ্রি।
মাসিক বেতনঃ ২২০০০-৫৩০৬০/- (গ্রেড-৯)

পদের নাম: ডাটা এন্ট্রি অপারেটর
পদ সংখ্যা: ০২ টি।
শিক্ষাগত যোগ্যতাঃ কোন স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
অন্যান্য যোগ্যতা: ডাটা এন্ট্রি বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিচ্যুড টেস্টে উত্তীর্ণ।
মাসিক বেতন: ৯৩০০-২২৪৯০/- (গ্রেড-১৬)

পদের নাম: কম্পিউটার মুদ্রাক্ষরিক- কাম-অফিস সহকারী
পদ সংখ্যা: ১০ টি।
শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বোর্ড হইতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ-তে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
অন্যান্য যোগ্যতা: কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলা ও ইংরেজিতে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ২০ শব্দ থাকতে হবে।
মাসিক বেতন: ৯৩০০-২২৪৯০/- (গ্রেড-১৬)।

যেসব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন: ১ নম্বর পদে সব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। ২ ও ৩ নম্বর পদে ফরিদপুর, গোপালগঞ্জ, রাজবাড়ী, শরিয়তপুর, জামালপুর, নেত্রকোনা, জয়পুরহাট, নাটোর, দিনাজপুর, গাইবান্ধা, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, খুলনা, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর, বরিশাল, ভোলা, ঝালকাঠি ও পটুয়াখালী জেলা ছাড়া সব জেলা।
সব জেলার এতিম ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা আবেদন করতে পারবেন।

বয়সসীমা
২০২৩ সালের ৫ নভেম্বর প্রার্থীর বয়স উল্লিখিত সীমার মধ্যে থাকতে হবে। ১৮ বছরের কম বয়সীদের আবেদন করার প্রয়োজন নেই। বীর মুক্তিযোদ্ধা/ শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও প্রতিবন্ধী কোটায় আবেদনকারীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর।

আবেদন ফি
অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ ১ নম্বর পদের জন্য ৬৬৯ টাকা এবং ২ ও ৩ নম্বর পদের জন্য ২২৩ টাকা টেলিটক প্রিপেইড মুঠোফোন নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদন: http://brebr.teletalk.com.bd/ -এর মাধ্যমে আবেদন করতে হবে।

আগামী ৫ নভেম্বর পর্যন্ত আবেদন করা যাবে। ১২ অক্টোবর থেকে আবেদন শুরু হয়েছে।

Facebook Comments Box

Posted ৩:৩০ এএম | রবিবার, ১৫ অক্টোবর ২০২৩

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।