| বুধবার, ০৪ অক্টোবর ২০২৩ | প্রিন্ট | 35 বার পঠিত
সিরিয়ার দেইর ইজর প্রদেশে সম্ভাব্য ইসরায়েলি বিমান হামলায় ৬ জন নিহত হয়েছে। নিহতরা সবাই ইরানপন্থী যোদ্ধা। খবর-আলআরাবিয়া নিউজ
যুদ্ধ পর্যবেক্ষণকারী সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস মঙ্গলবার এ তথ্য জানিয়েছে। সংস্থাটি বলেছে, ইরাক সীমান্ত সংলগ্ন সিরিয়ার ওই প্রদেশটিতে সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে।
সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, সিরিয়ার আলবু কামাল শহরের কয়েকটি জায়গায় ইরান সমর্থিতদের উদ্দেশে হামলা চালিয়েছে ইসরায়েল।
এদিকে সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেইর ইজর প্রদেশে ইসরায়েলি বাহিনী তাদের সামরিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে। এতে দুই সেনা আহত হয়েছে।
ইরানের বিপ্লবী গার্ডের সঙ্গে যুক্ত মিলিশিয়ারা সিরিয়াজুড়ে, বিশেষ করে ইরাকের সীমান্তের চারপাশে প্রচুর পরিমাণে মোতায়েন রয়েছে।
Posted ১:২৮ পিএম | বুধবার, ০৪ অক্টোবর ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।