রবিবার ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

লন্ডনে সাবেক ইতালীয় দূতাবাস কিনলেন জ্যাক মার স্ত্রী

বিশ্ব ডেস্ক   |   মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   40 বার পঠিত

লন্ডনে সাবেক ইতালীয় দূতাবাস কিনলেন জ্যাক মার স্ত্রী

চীনের ধনকুবের ও আলিবাবার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জ্যাক মার স্ত্রী ক্যাথি ইয়িং ঝাং যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে সাবেক ইতালীয় দূতাবাস ভবনটি ১ কোটি ৯৫ লাখ পাউন্ডে কিনেছেন। মঙ্গলবার ফাইন্যান্সিয়াল টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, ভবনটি লন্ডনের অভিজাত বেলগ্রাভিয়া এলাকায় অবস্থিত, যা গ্রেড–টু তালিকাভুক্ত ঐতিহাসিক স্থাপনা। প্রায় ৭ হাজার ৯৪৮ বর্গফুট আয়তনের এই বাড়িতে ছয়টি শয়নকক্ষ, একটি সিনেমা হল ও একটি লিফট রয়েছে।

১৯২০ এর দশকে এটি ইতালির দূতাবাস হিসেবে ব্যবহৃত হতো, পরে ইতালীয় প্রতিরক্ষা অ্যাটাশের কার্যালয় ছিল এখানে।

বাড়িটির প্রাথমিক দাম ধরা হয়েছিল ২ কোটি ১৫ লাখ পাউন্ড। শেষ পর্যন্ত ১ কোটি ৯৫ লাখ পাউন্ডে বিক্রি হয়, যা ২০২৪ সালে লন্ডনের শীর্ষ ০.৪ শতাংশ বিলাসবহুল সম্পত্তি বিক্রির মধ্যে পড়ে। নথি অনুযায়ী, ক্রয়টি সম্পন্ন হয়েছে ২০২৪ সালের শরতে।

ভবন ক্রয়ের ঘটনা কেন আলোচনায়

এই লেনদেন আবারও ইঙ্গিত দেয়, জ্যাক মা পরিবারের আন্তর্জাতিক রিয়েল এস্টেট সম্প্রসারণ অব্যাহত রয়েছে। প্রতিবেদনে বলা হয়, তাদের সিঙ্গাপুর, ফ্রান্স, হংকং ও যুক্তরাষ্ট্রেও একাধিক সম্পত্তি আছে।

চীনের প্রযুক্তিখাতের ওপর সাম্প্রতিক সরকারি নজরদারি ও জ্যাক মার কম প্রকাশ্য উপস্থিতির মধ্যে এমন বিদেশি বিনিয়োগকে অনেকে তাদের সম্পদ বৈচিত্র্যকরণের কৌশল হিসেবে দেখছেন। ফাইন্যান্সিয়াল টাইমস জানায়, এ ধরনের ক্রয় সাধারণত গোপনীয়তা বজায় রাখতে শেল কোম্পানির মাধ্যমে করা হয়।

ফাইন্যান্সিয়াল টাইমস জানায়, ভূমি নিবন্ধন নথি ও অনুসন্ধানের মাধ্যমে ক্রেতা হিসেবে ক্যাথি ইয়িং ঝাং-এর নাম পাওয়া গেলেও, তার প্রতিনিধি বা বিক্রেতা কেউই মন্তব্য করেননি।

যদিও মূল্য হিসেবে ১৯ দশমিক ৫ মিলিয়ন পাউন্ড উল্লেখ করা হয়েছে, এ ধরনের উচ্চ মূল্যের লেনদেনে প্রায়ই কিছু গোপন চুক্তি বা অতিরিক্ত শর্ত থাকতে পারে।

বাড়িটি ব্যক্তিগত ব্যবহারের জন্য, বিনিয়োগ হিসেবে না সম্পদ সুরক্ষার কৌশল হিসেবে কেনা—সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি।

Facebook Comments Box

Posted ১:৩৩ পিএম | মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।