বুধবার ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

মুন্না হত্যা মামলায় রিমান্ড শেষে সাবেক এমপি আফতাব কারাগারে

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০৯ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   138 বার পঠিত

মুন্না হত্যা মামলায় রিমান্ড শেষে সাবেক এমপি আফতাব কারাগারে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত মাহমুদুল হাসান মুন্না হত্যা মামলায় ৪ দিনের রিমান্ড শেষে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক এমপি আফতাব উদ্দিন সরকারকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

আজ রোববার দুপুরে রিমান্ড শেষে তাকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-১ আদালতে হাজির করেন মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান।

এ সময় আসামিপক্ষের আইনজীবী এডভোকেট মো. ইফতেখার আলম জামিনের জন্য আবেদন করেন। জামিনের বিরোধিতা করেন তদন্তকারী কর্মকর্তা। উভয়পক্ষের শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-১ আদালতের বিচারক মো. সোয়েবুর রহমান আসামি আফতাব উদ্দিন সরকারকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আফতাব উদ্দিন সরকার নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সাবেক সংসদ সদস্য। ২০১৪ সালে দশম জাতীয় সংসদে তিনি প্রথমবার সংসদ সদস্য হন। একই আসন থেকে এরপর আরও দুইবার নির্বাচিত হন তিনি। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে তিনি গা ঢাকা দেন।

গত ৬ মার্চ সাবেক এই সংসদ সদস্যকে আদালতে হাজির করে ১৫ দিনের রিমান্ড চাওয়া হলে আদালত ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

Facebook Comments Box

Posted ৫:৪৬ পিএম | রবিবার, ০৯ মার্চ ২০২৫

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।