মঙ্গলবার ২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

মালদ্বীপে বর্ষবরণ উদযাপনে প্রবাসীদের মিলনমেলা

  |   শনিবার, ১৭ জুন ২০২৩   |   প্রিন্ট   |   9 বার পঠিত

মালদ্বীপে বর্ষবরণ উদযাপনে প্রবাসীদের মিলনমেলা

মালদ্বীপে বিপুল উৎসাহ-উদ্দীপনায় আনন্দঘন পরিবেশে উদযাপিত হয়েছে বর্ষবরণ ১৪৩০। বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে কর্মরত শ্রমজীবী প্রবাসীদের নিয়ে বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শুক্রবার (১৬ জুন) বিকেলে বালি আর পাথরের সমুদ্র সৈকতে বর্ষবরণকে স্বাগত জানাতে ও বাংলা সংস্কৃতিকে তুলে ধরতে ঐতিহ্যবাহী সাজসজ্জা, আলপনাসহ দেশীয় বর্ণিল পোশাকে ভিড় জমান প্রবাসী বাংলাদেশিরা।

হুলোমালের পেস-টু বাবুর্কিয় এলাকায় শ্রমজীবী প্রবাসীদের নিয়ে এর আয়োজন করা হয়। বাঙালির ঐতিহ্যবাহী বর্ষবরণ অনুষ্ঠানে প্রবাসীদের সঙ্গে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদ ও দূতাবাস প্রধান মো. সোহেল পারভেজ।

বর্ষবরণ অনুষ্ঠানে পরিবারের স্বজনদের সঙ্গে আসা নারী অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন হাই কমিশনারের সহধর্মিণী নাওমি নাহরিন। অনুষ্ঠানে সবার জন্য বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবার পরিবেশন করা হয়।

এসময় চক্ষু বিশেষজ্ঞ প্রবাসী ডাক্তার মুক্তার আলী লস্কর, মালদ্বীপ ইসলামিক ব্যাংকের হেড অফ কার্ডস অ্যান্ড ডিজিটাল ব্যাংকিং মো. আরেফুর রহমান চৌধুরী, ফোর এল ইন্টারন্যাশনালের চেয়ারম্যান হাদিউল ইসলাম, মা ইনভেস্টমেন্ট প্রাইভেট লিমিটেডের সিইও মো. আলতাফ হোসেন, ফুড অ্যান্ড ফুড প্রাইভেট মালদ্বীপ লিমিটেডের সিও মো. নূরে আলম রিন্টু উপস্থিত ছিলেন।

এছাড়া উপস্থিত ছিলেন এনবিএল মানি ট্রান্সফার প্রাইভেট লিমিটেডের কর্মকর্তা-কর্মচারী, প্রবাসী ডাক্তার ও শিক্ষকসহ বিভিন্ন পেশাজীবীর মানুষ।

মালদ্বীপ প্রবাসীদের প্রত্যাশা, বর্ষবরণের মতো বাংলাদেশের ঐতিহ্যবাহী দিবসগুলো পালনের মাধ্যমে দেশের সংস্কৃতিকে বিদেশের মাটিতে তুলে ধরা। এছাড়া নতুন প্রজন্মের কাছে বাংলাদেশকে উপস্থাপনা করা।

Facebook Comments Box

Posted ৫:৪৬ এএম | শনিবার, ১৭ জুন ২০২৩

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।