মঙ্গলবার ২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

নিউইয়র্কে অনলাইন টিকেট সুবিধা নিয়ে অ্যানিহয়ার ফ্লাইটের ওয়েবসাইট উদ্বোধন

  |   রবিবার, ২১ মে ২০২৩   |   প্রিন্ট   |   10 বার পঠিত

নিউইয়র্কে অনলাইন টিকেট সুবিধা নিয়ে অ্যানিহয়ার ফ্লাইটের ওয়েবসাইট উদ্বোধন

নিউইয়র্কে কাস্টমার সেবাকে প্রাধান্য দিয়ে ২৪ ঘন্টা টিকেট ক্রয়ের সুবিধার্থে অনলাইন ট্রাভেল এজেন্ট অ্যানিহয়ার ফ্লাইটের ওয়েবসাইট www.anywhereflight.com উদ্বোধন করা হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে বসে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ডসহ সকল গেটওয়ের মাধ্যমে এই সাইট থেকে টিকেট বুকিং দেয়া যাবে সহজেই।

১৭ মে বুধবার নিউইয়র্কের জ্যামাইকায় নিজস্ব কার্যালয়ে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে ওয়েবসাইট উদ্বোধন করেন অ্যানিহয়ার ফ্লাইটের প্রেসিডেন্ট মোঃ লিটন আহমেদ। ওয়েবসাইটের মাধ্যমে এখন থেকে বিমান বাংলাদেশ, ইউএস বাংলা এয়ারলাইন্স, এমিরেটস, কুয়েত, কাতার ও টার্কিশ এয়ারলাইন্সসহ বিশ্বের প্রায় সকল এয়ারলাইন্সের টিকেট যে কোন সময় যে কোন জায়গা থেকে খুব সহজেই কেনা যাবে।

উদ্বোধন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রেসিডেন্ট লিটন আহমেদ। মোনাজাত পরিচালনা করেন শায়েখ সাজ্জাদুর রহমান, ইমাম হলিস মুসলিম সেন্টার। এরপরে অ্যানিহয়ার ফ্লাইট নিয়ে ভবিষ্যতের কর্মপরিকল্পনা এবং বিমানের টিকেটিং সিস্টেমে আরও কিভাবে সহজতর করা যায় তা নিয়ে একটি পরিকল্পনার কথা উপস্থিত সকলকে জানান প্রতিষ্ঠানটির সিইও রুমা আহমেদ।

অনুষ্ঠানে অ্যানিহয়ার ফ্লাইটের প্রেসিডেন্ট লিটন আহমেদ বলেন, প্রবাসী বাংলাদেশীসহ সকলের কথা চিন্তা করে আমরা অ্যানিহয়ার/এনিহয়ার ফ্লাইটে টিকেট বুকিংয়ের জন্য সহজ সিস্টেম করেছি। এছাড়া নানান ধরনের ছাড় নিয়ে ওমরাহ ও হজ্জ্বের টিকেটেও থাকবে বিশেষ সুবিধা। বাংলাদেশ থেকে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদিত সকল ব্যাংকিং সেবার মাধ্যমেও গ্রাহকরা অ্যানিহয়ার ফ্লাইটের সকল টিকেট কাটতে পারবেন।

অনুষ্ঠানে কর্তৃপক্ষ আরও জানান, অ্যানিহয়ার ফ্লাইটের ও য়েবসাইটের মাধ্যমে বিশ্বের প্রায় ১০০টির বেশি দেশের হোটেল-মোটেল বুকিংয়ের সকল সুবিধা পাবেন। যাতে কোথাও ঘুরতে গিয়ে হোটেল বুকিংয়ের বিড়ম্বনায় পড়তে না হয় পর্যটকদের। এতে অনেক হোটেলে নির্দিষ্ট মূল্য থেকে একটি বড় অংশ ছাড়ও পাবেন ভ্রমণ পিপাসুরা।

এসময় অ্যানিহয়ার ফ্লাইট থেকে কিভাবে বিমানের টিকেট বুকিং দেয়া যাবে তার একটি প্রশিক্ষনমূলক প্রদর্শনীর আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেন্টার ফর এনআরবি’র চেয়ারপারসন এম এস সেকিল চৌধুরী।

আরও উপস্থিত ছিলেন কমিউনিটি এক্টিভিস্ট ফখরুল ইসলাম দেলোয়ার, আমিনুল ইসলাম খান, রুহুল আমিন, শাহজাহান সিরাজ, নাসরিন রহমান, পান্না চোধুরী, ইশতিয়াক রুপু আহমেদ, বদ্দরদুজা সাগর, বদিউল আলম প্রমুখ।

প্রতিষ্ঠানটির কতৃপক্ষ জানান যে  অ্যানিহয়ার ফ্লাইট ইউএসবিডি গ্রুপ এলএলসির একটি অঙ্গ প্রতিষ্ঠান হিসেবে ইনভেস্টমেন্ট, আউটসোর্সিং, ইমিগ্রেশন ও ইমপ্লয়মেন্ট নিয়ে যাত্রা শুরু করে। এছাড়া ভিসা প্রসেসিং, ওয়েবসাইট ডেভেলপমেন্ট, ডোমেইন, হোস্টিং এবং ই-কমার্স নিয়েও কাজ করে ইউএসবিডি গ্রুপ।

Facebook Comments Box

Posted ২:৩১ এএম | রবিবার, ২১ মে ২০২৩

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।