| বৃহস্পতিবার, ৩১ অগাস্ট ২০২৩ | প্রিন্ট | 34 বার পঠিত
নতুন বিয়ে করলে পাড়া-প্রতিবেশী থেকে উপহার পাওয়া স্বাভাবিক বিষয়। কিন্তু নতুন বিয়ে করলে প্রদেশ থেকে পুরস্কৃত হওয়ার ঘোষণা একটু অদ্ভুতই বটে। এমনই এক ঘটনা ঘটেছে চীনের চাংশান অঞ্চলে।
নতুন বিয়ে করলেই ১ হাজার ইউয়ান পুরস্কারের ঘোষণা দিয়েছে অঞ্চলটির কর্তৃপক্ষ। তবে পুরস্কার পেতে হলে কনের বয়স হতে হবে ২৫ বা তার কম।
চাংশান অঞ্চল জানায়, পুরস্কারটি ছিল প্রথম বিবাহের জন্য। উপযুক্ত বয়সে বিবাহ ও সন্তান জন্মদানে উদ্বুদ্ধ করার উদ্দেশ্যেই এমন সিদ্ধান্ত নেওয়া। কারণ চীন বর্তমানে ক্রমহ্রাসমান জন্মহারের সাথে লড়াই করছে।
পাশাপাশি তরুণদের কীভাবে বিয়েতে আগ্রহী করা যায় তার উপায়ও অনুসন্ধান করছে দেশটি। পুরস্কারের সঙ্গে দম্পতিদের জন্য সন্তানের যত্ন ও শিক্ষা ভর্তুকির একটি সিরিজ ঘোষণার কথাও জানিয়েছে চাংশান অঞ্চল কর্তৃপক্ষ।
বিবাহ হ্রাস হওয়ার কারণেই চীনে জন্মহার কমে গেছে। অন্যদিকে সরকারি কিছু নীতি অবিবাহিত নারীদের জন্য সন্তানধারণ কঠিন করে তুলেছে।
চীনে বিবাহের হার ২০২২ সালে রেকর্ড সর্বনিম্ন ৬৮ লাখে পৌঁছেছে। ১৯৮৬ সালের পর এটিই সর্বনিম্ন।
চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম অনুসারে, চীন ইতোমধ্যেই বিশ্বে সর্বনিম্ন উর্বরতার হারের দেশগুলোর মধ্যে একটিতে পরিণত হয়েছে। তাই জন্মহার বাড়ানোর জন্য জনগণকে বিভিন্নভাবে উদ্বুদ্ধ করার চেষ্টা করছে চীন।
Posted ২:৩০ এএম | বৃহস্পতিবার, ৩১ অগাস্ট ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।