মঙ্গলবার ২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

জোড়া নাকওয়ালা বিড়াল!

  |   রবিবার, ২২ অক্টোবর ২০২৩   |   প্রিন্ট   |   17 বার পঠিত

জোড়া নাকওয়ালা বিড়াল!

বিড়ালের সঙ্গে মানুষের সখ্য বেশ প্রাচীন। বিশ্বের সব দেশেই এই আদুরে প্রাণীটির জনপ্রিয়তা রয়েছে। মাঝেমধ্যে নানা কাণ্ডে খবরের শিরোনাম হয় বিড়াল। সম্প্রতি ইংল্যান্ডের একটি বিড়াল অবশ্য আচরণ নয়, চেহারার জন্য শিরোনাম হয়েছে। কারণ বিড়ালটির রয়েছে দুটি নাক।

বিবিসির প্রতিবেদনে জানা যায়, ইংল্যান্ডের চেশায়ারের ক্যাটস প্রটেকশনস ওয়ারিংটন অ্যাডপশন সেন্টারে রাখা হয়েছে বিড়ালটিকে। সেন্টারের কর্মীরা এটির নাম দিয়েছেন ন্যানি ম্যাকফি। একটি ফিকশনাল চরিত্রের নামে এই নামকরণ।

প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল, বিড়ালটির বয়স প্রায় চার বছর। বড় নাকের কারণে পরীক্ষার জন্য এটিকে পশুচিকিৎসকদের কাছে নিয়ে যান কর্মীরা। পরীক্ষা করে দেখা যায়, বিড়ালটির বয়স দুই বছর। আর বড় একটি না, দুটি নাক তার।

ক্যাটস প্রটেকশনস ওয়ারিংটন অ্যাডপশন সেন্টারের ফিল্ড ভেটেরিনারি কর্মকর্তা ফিওনা ব্রোকব্যাংক বলেন, মাঠপর্যায়ের পশুচিকিৎসক দলের কাছে প্রথমবারের মতো দুই নাকের এমন বিড়াল এসেছে। এটি সত্যি বিরল। দুই নাক হলেও বিড়ালের জন্য এটি কোনো সমস্যা তৈরি করছে না। সাধারণত এ ধরনের বিষয়গুলোকে জন্মগত ত্রুটি হিসেবে ধরা হয়।

ন্যানি ম্যাকফির আগের মালিক অসুস্থ হওয়ায় এবং আর্থিক পরিস্থিতি খারাপ হয়ে যাওয়ায় পোষ্যটিকে ছেড়ে যান। এখন তাকে অ্যাডপশনে দেওয়ার জন্য পশুপাখি ভালোবাসে এমন পরিবার খুঁজছে অ্যাডপশন সেন্টার।

Facebook Comments Box
বিষয় :

Posted ৩:১২ এএম | রবিবার, ২২ অক্টোবর ২০২৩

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।