| শুক্রবার, ২৬ অগাস্ট ২০২২ | প্রিন্ট | 159 বার পঠিত
নিজেদের সশস্ত্র বাহিনীর পরিসর বাড়াচ্ছে রাশিয়া। দেশের নিয়মিত সেনার সংখ্যা ১০ শতাংশের বেশি বাড়াতে একটি ডিক্রিতে স্বাক্ষর করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
খবরে বলা হয়, মস্কো সেনা সংখ্যা এক লাখ ৩৭ হাজারেরও বেশি বাড়ানোর পরিকল্পনা করছে। বর্তমানে রাশিয়ার ১০ লাখ সদস্যের বিশাল সশস্ত্র বাহিনী রয়েছে।
এ ছাড়া আছে ৯ লাখের মতো স্বেচ্ছাসেবী।
পশ্চিমারা দাবি করে আসছে, ইউক্রেন যুদ্ধের ছয় মাসে রাশিয়া কমপক্ষে ৭০-৮০ হাজার সেনা হারিয়েছে। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছিল, রাশিয়া বিভিন্ন অঞ্চলে স্বেচ্ছাসেবক বাহিনী গড়ে তুলছে। সেনা বাড়ানো নিয়ে সাম্প্রতিক ডিক্রি তারই অংশ হতে পারে।
প্রেসিডেন্টের কার্যালয় থেকে প্রকাশ করা ডিক্রিতে বলা হয়, রাশিয়ার সশস্ত্র বাহিনীর আকার ১১ লাখ ৫০ হাজার ৬২৮ জন নিয়মিত সেনাসহ ২০ লাখ ৩৯ হাজার ৭৫৮ জনে উন্নীত করা উচিত।
তবে সেনা সংখ্যা বাড়ানোর উদ্দেশ্য নিয়ে কোনো ধারণা দেয়নি রাশিয়া। সে কারণে ইউক্রেন যুদ্ধের ক্ষয়ক্ষতির প্রভাবে এই পরিকল্পনা করা হচ্ছে কি না, তা নিয়ে জল্পনা চলছে।
সূত্র : বিবিসি
Posted ৩:১১ এএম | শুক্রবার, ২৬ অগাস্ট ২০২২
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।