| মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৩ | প্রিন্ট | 18 বার পঠিত
নরসিংদীর রায়পুরায় সিলেট ঢাকা রেললাইনে সিলেট থেকে ছেড়ে আসা সুরমা মেইল ট্রেনের ইঞ্জিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সকালে দৌলতকান্দি রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হননি। এ ঘটনায় ট্রেনের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে অতিরিক্ত ইঞ্জিন লাগিয়ে ট্রেনটি উদ্ধার করা হয়। কিছুক্ষণের মধ্যে এটি ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে।
ট্রেনের চালক এম এইচ হাজারী আজকের পত্রিকাকে বলেন, সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী ট্রেনটি নিয়ে ৬টা ৪ মিনিটে ভৈরব থেকে ছেড়ে আসে। ৬টা ১২ মিনিটে দৌলতকান্দি স্টেশনে পৌঁছার আগেই ট্রেনের ইঞ্জিনের বাঁ পাশের পেছনের চাকা অতিরিক্ত গরম হয়ে আগুন ধরে যায়। হঠাৎই ইঞ্জিনে ধোয়া দেখতে পান ট্রেনের কর্মচারী ও কর্মকর্তারা। এর কিছুক্ষণের মধ্যেই ফায়ার সার্ভিসের কর্মীর এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় বড় কোনো ক্ষয় ক্ষতি হয়নি। ট্রেনটি ছেড়ে যাওয়ার প্রস্তুতি চলছে।
দৌলতকান্দি রেল স্টেশনের স্টেশন মাস্টার সামসুল হক বলেন, রাতে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী সুরমা ১০ নম্বর মেইল আপ ট্রেনটি সকাল ৬টা ১২ মিনিটে দৌলতকান্দি রেলস্টেশনে পৌঁছালে ইঞ্জিনের চাকায় আগুন জ্বলতে শুরু করে। দৌলতকান্দি রেলস্টেশনে পৌঁছার পর ট্রেনটি থামিয়ে চালক ও কর্মচারীরা এসে পানি দিয়ে আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনেন। পরে রায়পুরা ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে ধোঁয়া দেখতে পেয়ে পানি দিয়ে সম্পূর্ণ আগুন নিয়ন্ত্রণে নিয়ে আনে। এখন অতিরিক্ত ইঞ্জিনটি আখাউড়া থেকে আনা হয়েছে। বর্তমানে অন্য লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়েছে।
Posted ৪:৩০ এএম | মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।