সোমবার ১৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

রেমিট্যান্স না এলে টিকে থাকা মুশকিল ছিল: ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১৫ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   207 বার পঠিত

রেমিট্যান্স না এলে টিকে থাকা মুশকিল ছিল: ড. ইউনূস

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, একবারে লন্ডভন্ড অবস্থায় অন্তর্বর্তী সরকার বাংলাদেশের দায়িত্ব নিয়েছিল। রেমিট্যান্স না পেলে এ সরকারের টিকে থাকা মুশকিল ছিল। মঙ্গলবার ইতালির রোমে বাংলাদেশি কমিউনিটির সঙ্গে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

ড. ইউনূস আরও বলেন, সরকারের দায়িত্ব নেওয়ার সময় কর্মরতদের বেতন অথবা আন্তর্জাতিক ঋণ পরিশোধের জন্য পর্যাপ্ত অর্থ ছিল না। কোথা থেকে শুরু করব- বুঝতে পারছিলাম না। তখন প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স আমাদের শক্তি যুগিয়েছে। বাংলাদেশিরা যে দেশেই যায় সেখানেই বিশৃঙ্খলা তৈরি করে বলে অভিযোগ এসেছে। ইতালিও কতগুলো সমস্যার কথা বলেছে। এমন প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে।

এর আগে, রোমে ডব্লিউএফপি’র ভারপ্রাপ্ত প্রধান কার্ল স্কাউর সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বৈঠক করেন। সেখানে রোহিঙ্গা জনগোষ্ঠীর সংকট ও স্কুলে খাদ্য কর্মসূচি নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়। বাংলাদেশে আশ্রিত ১৩ লাখ রোহিঙ্গা শরণার্থীর জন্য খাদ্য সহায়তা চালিয়ে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন কার্ল স্কাউ।

জাতিসংঘের খাদ্য ও কৃষিবিষয়ক সংস্থার (এফএও) মহাপরিচালক ড. কু দোং ইউর কাছে তিনটি নতুন খাতে সহায়তা চেয়েছেন ড. ইউনূস। রোমে সংস্থাটির সদর দপ্তরে দ্বিপক্ষীয় বৈঠকে গভীর সমুদ্রে মৎস্য আহরণ ও মাছ প্রক্রিয়াজাতকরণে সক্ষমতা বৃদ্ধি, ফল রপ্তানির জন্য সংরক্ষণ ও প্রক্রিয়াজাত প্রযুক্তির উন্নয়ন এবং ফসল-পরবর্তী ব্যবস্থাপনা শক্তিশালীকরণ, স্বল্পমূল্যের বহনযোগ্য কোল্ড স্টোরেজ সুবিধা প্রতিষ্ঠা নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়। বাংলাদেশকে ‘উচ্চ কর্মদক্ষ দেশ’ হিসাবে উল্লেখ করে এফএও মহাপরিচালক বলেন, কারিগরি সহায়তা, উদ্ভাবনে বাংলাদেশকে সহায়তা দিয়ে যাবে সংস্থাটি।

রোমের মেয়রকে প্রধান উপদেষ্টার ধন্যবাদ: বসবাসরত বাংলাদেশি কমিউনিটিকে সহায়তা দেওয়ায় রোমের মেয়র রবার্তো গুয়ালতিরিকে ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, ইতালিতে বাংলাদেশিরা দেশটির সংস্কৃতির সঙ্গে মিশে গিয়ে এখানকার সমাজ ও বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।

Facebook Comments Box

Posted ৪:১০ এএম | বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।