| বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৩ | প্রিন্ট | 20 বার পঠিত
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন, মন্ত্রীসভার সদস্যদের ব্যবহৃত সব বিলাসবহুল গাড়ি বাতিল করে নিলামে তোলা হবে।যেখানে প্রয়োজন সেখানে মন্ত্রীদের নিরাপত্তায় একটি মাত্র গাড়ি দেওয়া হবে।
বুধবার পাকিস্তান সংবাদমমাধ্যম ডনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ডনের প্রতিবেদনে বলা হয়েছে, আজ বেশ কয়েকটি কৃচ্ছতামূলক উদ্যোগ ঘোষণা করেছেন শাহবাজ শরীফ। তিনি দাবি করেছেন, এগুলো দেশটিকে বছরে ২০০ বিলিয়ন রুপি সাশ্রয়ে সহায়তা করবে।
এমনকি ইসলামাবাদে ফেডারেল মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে এক সংবাদ সম্মেলনে শাহবাজ শরীফ বলেন, ’মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টারা স্বেচ্ছায় তাদের বেতন-ভাতা না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এখন থেকে সব মন্ত্রী তাদের নিজস্ব টেলিফোন, বিদ্যুৎ, পানি ও গ্যাসের বিল পরিশোধ করবেন।’
পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন,’ ২০২৪ সালের জুন মাস পর্যন্ত অর্থাৎ আগামী বছর পর্যন্ত বিলাসবহুল পণ্য কেনার ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা থাকবে। ২০২৪ সালের জুন পর্যন্ত সব ধরনের নতুন গাড়ি কেনার ওপরও নিষেধাজ্ঞা বহাল থাকবে।
Posted ৩:৪৫ এএম | বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।