| মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩ | প্রিন্ট | 15 বার পঠিত
বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) চুয়াডাঙ্গায় ৩৮৮ ভরি রুপার গয়না জব্দ করেছে । সোমবার চুয়াডাঙ্গা- ৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সকালে ভারতীয় রূপা পাচার করা হবে এমন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ দল বাংলাদেশের অভ্যন্তরে দর্শনার ছয়ঘড়িয়া গ্রামে অভিযান চালায়। এ সময় দর্শনা অভিমুখে মোটরসাইকেলযোগে দু’জন ব্যক্তিকে যেতে দেখলে বিজিবি সশস্ত্র টহল দল তাদের গতিরোধের চেষ্টা করে। তারা মোটরসাইকেল ফেলে দৌড়ে পালিয়ে যায়।
মোটরসাইকেলটি তল্লাশি করে তেলের ট্যাংকের ভেতর অভিনব কায়দায় লুকানো ৪.৫৩৩ কেজি (৩৮৮ ভরি) ওজনের ভারতীয় তৈরি রুপার গহনা জব্দ করা হয়। লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান গণমাধ্যমকে বলেন, জব্দকৃত গহনার আনুমানিক বাজার মূল্য পৌনে ৭ লাখ টাকা। গহনাগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে। এ ঘটনায় নায়েব সুবেদার মো. ফারুক হোসেন বাদী হয়ে দর্শনা থানায় একটি মামলা দায়ের করেছেন।
Posted ১:৩৩ এএম | মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।