| শনিবার, ০৮ অক্টোবর ২০২২ | প্রিন্ট | 120 বার পঠিত
প্রেসিডেন্ট জো বাইডেন শুক্রবার আনুষ্ঠানিকভাবে একটি নতুন নির্দেশিকা জারি করেছেন যা একটি নতুন সন্ত্রাস বিরোধী কৌশলের অংশ হিসাবে যুদ্ধ ক্ষেত্রের বাইরে সশস্ত্র ড্রোনের ব্যবহার হ্রাস করেছে । এটি বেসামরিক জীবন রক্ষার উপর আরও বেশি অগ্রাধিকার দিবে।
যুক্তরাষ্ট্রে বিশেষ অভিযান সহ সম্ভাব্য মারাত্মক পদক্ষেপের জন্য সরকারের লক্ষ্য তালিকায়, সন্দেহভাজন সন্ত্রাসীকে যুক্ত করার আগে নতুন নীতিমালা অনুযায়ী প্রেসিডেন্টের অনুমোদনের প্রয়োজন। একজন ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে একথা বলেন।
নতুন নির্দেশিকাটি যুক্তরাষ্ট্রের নীতিগুলিকে ওবামা প্রশাসনের শেষের অবস্থায় ফিরিয়ে দেয়। একই সাথে এটি প্রাক্তন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের আরও অনুমতিমূলক নিয়মগুলির বিপরীতে যায়, যা নিম্ন স্তরের কর্মকর্তাদের মারাত্মক আক্রমণ চালানোতে ছাড় দিয়েছিল ।
বাইডেন যখন দায়িত্ব গ্রহণ করেন তখন তিনি যুক্তরাষ্ট্রের সামরিক ও গোয়েন্দা সম্প্রদায়ের উপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছিলেন, যাতে যুদ্ধ ক্ষেত্রের বাইরে প্রাণঘাতী ক্রিয়াকলাপের জন্য প্রেসিডেন্টের স্বাক্ষরিত অনুমোদনের প্রয়োজন রাখা হয় । নতুন নীতি এবং কৌশলসহ নির্দেশিকাটি আনুষ্ঠানিকভাবে আরম্ভ হয় বাইডেনের শপথ গ্রহণের দিন থেকে। বাইডেনের এই কৌশলটি কেবলমাত্র পরবর্তী প্রেসিডেন্ট পরিবর্তন করতে পারবেন।
হোয়াইট হাউজের হোমল্যান্ড সিকিউরিটি উপদেষ্টা লিজ শেরউড-রেন্ডাল এক বিবৃতিতে বলেন “প্রেসিডেন্ট বাইডেনের আনুষ্ঠানিক সন্ত্রাসবিরোধী দিকনির্দেশনা তার প্রশাসনকে বিবর্তিত বৈশ্বিক সন্ত্রাসী চ্যালেঞ্জ থেকে আমেরিকানদের রক্ষা করার জন্য বিচক্ষণ এবং ক্ষিপ্র হতে নির্দেশ দেয়।”
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বৃহস্পতিবার সিরিয়ায় দুটি পৃথক অভিযানে ইসলামিক স্টেটের তিনজন ঊর্ধ্বতন নেতাকে হত্যা করার একদিন পর এই নির্দেশিকা জারি করা হয়েছে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলছেন, এর মধ্যে উত্তর-পূর্বের অংশে একটি বিরল স্থল হামলা রয়েছে। ঐ অঞ্চলটি সিরিয়ার সরকার দ্বারা নিয়ন্ত্রিত। বাইডেনের গাইডলাইন অনুযায়ী, যদিও সিরিয়াকে একটি সংঘাতপূর্ণ অঞ্চল হিসেবে বিবেচনা করা হয়, যেখানে প্রেসিডেন্টের সুনির্দিষ্ট অনুমোদনের প্রয়োজন হয় না।
আগস্টে আফগানিস্তানের হামলায়, যুক্তরাষ্ট্র বাইডেনের নির্দেশে আল-কায়েদা নেতা আয়মান আল-জাওয়াহরিকে হত্যা করেছিল, সেরকম পরিস্থিতিতে প্রেসিডেন্টের অনুমোদনের প্রয়োজন হবে।
নীতি পরিবর্তনের বিষয়টি নিউ ইয়র্ক টাইমসে প্রথম প্রকাশিত হয়।
সূত্র-ভয়েস অব আমেরিকা
Posted ৬:৪০ পিএম | শনিবার, ০৮ অক্টোবর ২০২২
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।