| সোমবার, ১৭ অক্টোবর ২০২২ | প্রিন্ট | 138 বার পঠিত
আন্তর্জাতিক অপরাধমূলক পুলিশ সংস্থা ইন্টারপোলের চার দিনব্যাপী ৯০তম সাধারণ অধিবেশন প্রায় ২৫ বছর পর আগামীকাল থেকে দিল্লীতে শুরু হচ্ছে। ইন্টারপোলের সর্বশেষ অধিবেশন ১৯৯৭ সালে অনুষ্ঠিত হয়েছিল।
আজ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারিকৃত এক বিবৃতিতে জানানো হয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামীকাল বিকেলে দিল্লীর প্রগতি ময়দানে ৯০ তম ইন্টারপোলের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, ইন্টারপোলের সভাপতি আহমেদ নাসের আল রাইসি এবং মহাসচিব জার্গেন স্টক, সিবিআই ডিরেক্টরও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। অন্যদের মধ্যে বাংলাদেশসহ বিভিন্ন দেশের মন্ত্রী, জাতীয় কেন্দ্রীয় ব্যুরো প্রধানগণ এবং পুলিশ প্রধানদের সমন্বয়ে ১৯৫টি ইন্টারপোল সদস্য রাষ্ট্রের প্রতিনিধিরা অধিবেশনে যোগ দেবেন।
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বাংলাদেশের চার সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। অনুষ্ঠানে যোগ দিতে আইজিপি ও প্রতিনিধি দলের অন্য সদস্যরা আজ সন্ধ্যায় দিল্লী পৌঁছেছেন।
১৯৫টি ইন্টারপোল সদস্য দেশের পুলিশ প্রতিনিধিদল বর্তমান বৈশ্বিক নিরাপত্তা দিক, আন্তঃরাষ্ট্রীয় অপরাধ, সন্ত্রাস, মানি লন্ডারিং, সংগঠিত অপরাধ, সাইবার নিরাপত্তা, আর্থিক অপরাধ, পর্নোগ্রাফি, নারী ও শিশু নির্যাতনসহ অপরাধ সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবে বলে সূত্র জানায়। এই বিষয়ে বিস্তারিত আলোচনার পর, তারা অধিবেশনে একটি কর্মপরিকল্পনা এবং বাস্তবায়ন কৌশল প্রণয়ন করবে বলেও সূত্রটি জানায়।
অধিবেশনে যোগ দেওয়ার পাশাপাশি বাংলাদেশ পুলিশের আইজিপি ভারতের সিবিআই প্রধান ও বিভিন্ন দেশের পুলিশ প্রধানদের সঙ্গে বৈঠক করবেন বলে জানা যায়।
Posted ৬:০৯ পিএম | সোমবার, ১৭ অক্টোবর ২০২২
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।