| সোমবার, ৩০ জানুয়ারি ২০২৩ | প্রিন্ট | 28 বার পঠিত
নব্বইয়ের দশক যিনি একাই মাতিয়ে রেখেছিলেন, বলা হচ্ছে অলকা ইয়াগনিকের কথা। প্রায় এক হাজার ভারতীয় সিনেমার গানে কন্ঠ দিয়েছেন তিনি। তাকে বলা হয় ‘কুইন অব প্লেব্যাক সিংগিং’। ৫৬ বছর বয়সী এই গায়িকা গড়লেন বিশ্ব রেকর্ড। রেকর্ড করতে অলকা ইয়াগনিক পেছনে ফেলেছেন বিটিএস, ব্ল্যাক পিঙ্ক ও টেলর সুইফটের মতো জনপ্রিয় শিল্পীদের ।
গিনেস রেকর্ডের তথ্য অনুযায়ী, গত বছর ইউটিউবে গায়িকার গান বেজেছে প্রায় ১ হাজার ৫৩০ কোটি বার। ফলে ২০২২ সালের ‘মোস্ট স্ট্রিমড আর্টিস্ট অন ইউটিউব’ খেতাব পেয়েছেন তিনি। তবে এই প্রথম নয়, গত তিন বছর ধরেই এই শিরোপা জিতে আসছেন ৫৬ বছর বয়সী এই গায়িকা। পরিসংখ্যান বলছে, ২০২০ সালে তাঁর গান বেজেছিল ১ হাজার ৬৬০ কোটি বার। ২০২১ সালে সেটা দাঁড়ায় ১ হাজার ৭০০ কোটি।
মাত্র ১৪ বছর বয়সে মায়ানগরীতে গান শুরু হয় তাঁর। দু’হাজারেরও বেশি গান রেকর্ড করেছেন। গান গেয়েছেন অন্তত ১৬টি ভাষায়। তবে এখন গানের সংখ্যা কমে গিয়েছে অলকার। তার মাঝেই গায়িকার অনুরাগীদের জন্য সুখবর। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের প্রতিবেদনে অলকাকে বলা হয়েছে বলিউডের সবচেয়ে ‘আইকনিক কন্ঠ’।
অন্যদিকে, ২০২২ সালে বিশ্বব্যাপী বিটিএস-এর গান বেজেছে প্রায় ৭৯৫ কোটি বার। যা অলকার সাফল্যের তুলনায় প্রায় অর্ধেক। তবে ২০২২ সালে ইউটিউবের সেরা পাঁচের তালিকায় অলকা ছাড়াও রয়েছেন আরও তিন ভারতীয় শিল্পী। তাঁরা হলেন উদিত নারায়ণ, অরিজিৎ সিং ও কুমার শানু।
Posted ৭:১৭ এএম | সোমবার, ৩০ জানুয়ারি ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।